নারী তুমি জাগো
নারী, তুমি জাগো,
আত্ম শক্তিতে
আত্ম বলিয়ান হয়ে
আত্ম নির্ভরতায় বাঁচো।
নিজ ব্যক্তিত্বের আবরণে
আত্ম পরিচয়ে
নিজেই রচ প্রত্যাঘাতের
বেড়ী, আগত পশুত্বের
বিকারে নরপিশাচদের
আক্রমণ আর লালসার
চোখকে হাঁনো
বিষ নখরে।
তিমির ঘন আকাশে
দ্যাখ একফালি বাঁকা চাঁদ
তোমাকেই ডাকে,
কাঁকন চুরির ঝংকারে নয়,
স্বশক্তিতে,নারী তুমি
জাগো, ওঠো,
অন্যের ভরসায় নয়
আত্মশক্তিতে আত্ম নির্ভরতায়
নারী, তুমি জাগো, বাঁচো।
রচনাকাল.......১৩/১০/২০২০
আত্ম শক্তিতে
আত্ম বলিয়ান হয়ে
আত্ম নির্ভরতায় বাঁচো।
নিজ ব্যক্তিত্বের আবরণে
আত্ম পরিচয়ে
নিজেই রচ প্রত্যাঘাতের
বেড়ী, আগত পশুত্বের
বিকারে নরপিশাচদের
আক্রমণ আর লালসার
চোখকে হাঁনো
বিষ নখরে।
তিমির ঘন আকাশে
দ্যাখ একফালি বাঁকা চাঁদ
তোমাকেই ডাকে,
কাঁকন চুরির ঝংকারে নয়,
স্বশক্তিতে,নারী তুমি
জাগো, ওঠো,
অন্যের ভরসায় নয়
আত্মশক্তিতে আত্ম নির্ভরতায়
নারী, তুমি জাগো, বাঁচো।
রচনাকাল.......১৩/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ১৪/১০/২০২০সুন্দর ভাবনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/১০/২০২০নারী জাগরন দরকার।
-
ফয়জুল মহী ১৩/১০/২০২০Excellent. Best wishes
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/১০/২০২০সুন্দর।