চলছে তবুও
কতবার ভেবেছি,
আর ঘুরবনা। থিতু
করব নিজেকে।
তবুও-------
ডিগবাজি খাচ্ছি অবিরত!
'নো-ভ্যাকান্সির লেবেল সাঁটা
দরজায়-দরজায় ঘুরপাক
খেয়ে খেয়ে------
ভরিয়েছি ক্ষুধা।
মগজে খস্ খস্ করছে
ইতিহাসের পাতা!
অজীর্ণ-রোগে শীর্ণ কায়া,
হলদেটে চোখে
পিট্ পিট্ চায়------
আলোর পানে।
এখনও------
চলছেনা, চলবেনার স্লোগানে
গলা মেলায়।
চলছে তবুও-----
আগের মতই।
রচনাকাল......…০৯/০৭/২০১১
আর ঘুরবনা। থিতু
করব নিজেকে।
তবুও-------
ডিগবাজি খাচ্ছি অবিরত!
'নো-ভ্যাকান্সির লেবেল সাঁটা
দরজায়-দরজায় ঘুরপাক
খেয়ে খেয়ে------
ভরিয়েছি ক্ষুধা।
মগজে খস্ খস্ করছে
ইতিহাসের পাতা!
অজীর্ণ-রোগে শীর্ণ কায়া,
হলদেটে চোখে
পিট্ পিট্ চায়------
আলোর পানে।
এখনও------
চলছেনা, চলবেনার স্লোগানে
গলা মেলায়।
চলছে তবুও-----
আগের মতই।
রচনাকাল......…০৯/০৭/২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ০১/১০/২০২০দারুণ আবেগী।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/১০/২০২০সুন্দর এক আয়োজন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১০/২০২০nice
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৯/২০২০সুন্দর।
-
ফয়জুল মহী ৩০/০৯/২০২০অসাধারণ দারুণ প্রকাশ ।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৯/২০২০বেশ!