বাস্তবতা
একবার মাটির দিকে
তাকাও, একবার আকাশে।
আকাশের নীল সীমা
পেরিয়ে শাদা মেঘের ভেলা
কল্পনার রঙিন ডানায়
স্বপ্ন দ্যাখায়।
বাস্তবের মাটি, রুক্ষ, শুস্ক।
দু'মুঠো অন্নের জন্য
লড়াই চলে
নীল আকাশেরই নীচে।
রচনাকাল.....২৬/০৯/২০২০
তাকাও, একবার আকাশে।
আকাশের নীল সীমা
পেরিয়ে শাদা মেঘের ভেলা
কল্পনার রঙিন ডানায়
স্বপ্ন দ্যাখায়।
বাস্তবের মাটি, রুক্ষ, শুস্ক।
দু'মুঠো অন্নের জন্য
লড়াই চলে
নীল আকাশেরই নীচে।
রচনাকাল.....২৬/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৯/২০২০
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৯/২০২০ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৯/২০২০দারুন
-
রেদোয়ান আহমেদ ২৭/০৯/২০২০দারুণ
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২০লেখা অসামান্য
শুভেচ্ছা কবি।