দুই পৃথীবি
একটা পৃথিবীতে
হররোজ মোচ্ছব চলছে।
নানান আলোর বর্ণচ্ছটায়
রাতজাগা পাখীর মতই
উৎসবে, আমেজে গা ভসিয়ে
চলছে জীবন।
অঢেল অফুরান খাবার,
উচ্ছিষ্টের পাহাড়।
অন্য আর এক পৃথিবীর
কালো ঘুঁটঘুটে আঁধারে
বস্তির ঘুপচিতে,
জীবন্ত লাশ।
পচা ডাস্টবিনে পড়ে থাকা
খাবার নিয়ে অসম লড়াই।
অথচ দুটি পৃথিবীরই
মানুষ একই জৈবিক
চাহিদা সম্পন্ন
জীব বৈশিষ্ট্য ও অবয়বে
হুবুহু এক ও অভিন্ন।
রচনাকাল.......২৬/০৯/২০২০
হররোজ মোচ্ছব চলছে।
নানান আলোর বর্ণচ্ছটায়
রাতজাগা পাখীর মতই
উৎসবে, আমেজে গা ভসিয়ে
চলছে জীবন।
অঢেল অফুরান খাবার,
উচ্ছিষ্টের পাহাড়।
অন্য আর এক পৃথিবীর
কালো ঘুঁটঘুটে আঁধারে
বস্তির ঘুপচিতে,
জীবন্ত লাশ।
পচা ডাস্টবিনে পড়ে থাকা
খাবার নিয়ে অসম লড়াই।
অথচ দুটি পৃথিবীরই
মানুষ একই জৈবিক
চাহিদা সম্পন্ন
জীব বৈশিষ্ট্য ও অবয়বে
হুবুহু এক ও অভিন্ন।
রচনাকাল.......২৬/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৯/২০২০সুন্দর লেখনী।
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২০Very good post
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৯/২০২০সুন্দর অভিব্যক্তি।
-
পি পি আলী আকবর ২৬/০৯/২০২০ভালো