চেতনাহীন কায়া
ব'সে আছি নিঃচেষ্ট।
চারিদিকে প্রতিবাদী কোলাহল,
বঞ্চিত মানুষের কান্না,
স্লোগান মুখরিত জনতার মিছিল
হেলদোল নেই কিছুতেই।
এভাবেই-----
বসে থাকতে থাকতেই
কখন যে
চেতনাহীন কায়া'য়
পাথর হয়েছি,
জানিন তা'ও।
রচনাকাল.....২৫/০৯/২০২০
চারিদিকে প্রতিবাদী কোলাহল,
বঞ্চিত মানুষের কান্না,
স্লোগান মুখরিত জনতার মিছিল
হেলদোল নেই কিছুতেই।
এভাবেই-----
বসে থাকতে থাকতেই
কখন যে
চেতনাহীন কায়া'য়
পাথর হয়েছি,
জানিন তা'ও।
রচনাকাল.....২৫/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৮/২০২৩সুন্দর বলেছেন!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৯/২০২০কঠিন!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৯/২০২০best
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২০সৃজনশীল লেখা ।