মুক্তি পথের অগ্রদূত
অনেক কাল,
শোভন, করেছ পার।
আর নয়, বসে থাকা।
এখন -----------
কৃষকের বুকে শত
আঘাতের ক্ষত চিহ্ন।
চাষ জমি,
আনাজ- ধান
হায়নার দখলে।
সর্বগ্রাসী অক্টপাসের
বিষ নখর,
থাবা বসিয়েছে
অন্ন- গ্রাসে।
শোভন,
বাতানুকূল বিপ্লবী নয়,
ক্ষুদিরাম- ভগৎ- আজাদ
হয়ে জ্বলো,
তোমার মাঝেই
সতত বিরাজমান
ভাবী কালের নেতাজি।
তুমিই পার হতে
মুক্তি পথের অগ্রদূত।
রচনাকাল..............২৫/০৯/২০২০
শোভন, করেছ পার।
আর নয়, বসে থাকা।
এখন -----------
কৃষকের বুকে শত
আঘাতের ক্ষত চিহ্ন।
চাষ জমি,
আনাজ- ধান
হায়নার দখলে।
সর্বগ্রাসী অক্টপাসের
বিষ নখর,
থাবা বসিয়েছে
অন্ন- গ্রাসে।
শোভন,
বাতানুকূল বিপ্লবী নয়,
ক্ষুদিরাম- ভগৎ- আজাদ
হয়ে জ্বলো,
তোমার মাঝেই
সতত বিরাজমান
ভাবী কালের নেতাজি।
তুমিই পার হতে
মুক্তি পথের অগ্রদূত।
রচনাকাল..............২৫/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৯/২০২০জ্বলে উঠতে হবে।
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২০বাহ্ অনবদ্য ভাবনার প্রকাশ ।