মানুষ থেকে পাথর
একটা মানুষ
গতকালকেই মানুষ ছিল।
সুখে-দুঃখে, পায়ে পায়ে
মানুষের সাথেই হাঁটত।
আজ হঠাৎই,
ক্ষমতার চেয়ারে মানুষটি,
অনুভূতিহীন জড়বৎ পাথর।
রচনাকাল...../// ২৫/০৮/ ২০২০
গতকালকেই মানুষ ছিল।
সুখে-দুঃখে, পায়ে পায়ে
মানুষের সাথেই হাঁটত।
আজ হঠাৎই,
ক্ষমতার চেয়ারে মানুষটি,
অনুভূতিহীন জড়বৎ পাথর।
রচনাকাল...../// ২৫/০৮/ ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৮/২০২৩সুন্দর বলেছেন!
-
Md. Jahangir Hossain ৩০/০৮/২০২০ভাল বলেছেন কবি।
-
এম. মাহবুব মুকুল ২৬/০৮/২০২০অপূর্ব!
-
অমিতাভ স্বর্ণকার ২৬/০৮/২০২০অল্প কথায় বাজিমাত করেছে কবিতাটি। অসংখ্য শুভেচ্ছা রইল।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৮/২০২০ক্ষমতা নামক মরীচিকা তাকে
ধ্বংস করে দিয়েছে। কবিকে শুভেচ্ছা জানাই। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৮/২০২০অসাধারন
-
ফয়জুল মহী ২৫/০৮/২০২০অসাধারণ দারুণ প্রকাশ ।
-
কে. পাল ২৫/০৮/২০২০Bess