একটা কবিতা লেখার জন্য
একটা কবিতা লেখার জন্য
রাতের পর রাত জেগে
শব্দের পিঠে সাজিয়েছি শব্দ।
ভাব ও ছন্দে পারিনি মেলাতে।
মনের আকুলতা ভাষায় ও
কলমের আঁচড়ে ফুটিয়ে
তুলতে পারিনি।
আমার আকুলতা,
অগোচরেই গুমরে মরে।
কবিতা লেখা হয়ে উঠলনা।
রচনাকাল ১৭/০৮/২০২০
রাতের পর রাত জেগে
শব্দের পিঠে সাজিয়েছি শব্দ।
ভাব ও ছন্দে পারিনি মেলাতে।
মনের আকুলতা ভাষায় ও
কলমের আঁচড়ে ফুটিয়ে
তুলতে পারিনি।
আমার আকুলতা,
অগোচরেই গুমরে মরে।
কবিতা লেখা হয়ে উঠলনা।
রচনাকাল ১৭/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১৯/০৮/২০২০অল্প কথায় সুন্দর প্রকাশ।
-
কে. পাল ১৯/০৮/২০২০Sundor
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৮/২০২০অনুভূতি সুন্দর।
-
ফয়জুল মহী ১৭/০৮/২০২০নিখুঁত ভাবনায় কোমল হাতের পরশ।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৮/২০২০সুন্দর উপলব্ধি।