শাশ্বত
একমাত্র মৃত্যুই শাশ্বত।
মানুষের এ ব্যস্ততা,
অর্থসম্পদ, বিলাস
সবই ক্ষণস্থায়ী।
মৃত্যুহীন জীবন যখন
নেই; অর্থ প্রাচুর্যের এ
বৈভব মূল্যহীন।
বরং
মৃত্যুর পরেও স্মৃতিতে অক্ষয়
থাকার যে পথ,
সে পথেরই তালাশ করি।
রচনাকাল...../// ১৪/ ০৮/ ২০২০
মানুষের এ ব্যস্ততা,
অর্থসম্পদ, বিলাস
সবই ক্ষণস্থায়ী।
মৃত্যুহীন জীবন যখন
নেই; অর্থ প্রাচুর্যের এ
বৈভব মূল্যহীন।
বরং
মৃত্যুর পরেও স্মৃতিতে অক্ষয়
থাকার যে পথ,
সে পথেরই তালাশ করি।
রচনাকাল...../// ১৪/ ০৮/ ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ১৫/০৮/২০২০বাস্তব সত্য।
-
সুব্রত ব্রহ্ম ১৪/০৮/২০২০মৃত্যু সত্য। মৃত্যু শাশ্বত। খুব ভাল লাগলো।
-
Md. Jahangir Hossain ১৪/০৮/২০২০সুন্দর লেখা।
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২০বেশ মনোমুগ্ধকর লেখনশৈলী দারুণ