স্বপ্ন স্বাধীনতা
একবুক রক্তনদী পেরিয়ে
আমরা পেয়েছি মুক্ত স্বাধীন দেশ।
মুক্ত আকাশ, মুক্ত বাতাস,
শিক্ষা-স্বাস্থ্য, অন্ন-বাসস্থান,
হয়নিত আর সন্নিবেশ।
সুমহান বিপ্লবী আর শহীদের
স্বপ্নের মাতৃভূমি
ত্রিধা বিভক্ত!
বেকারী আর অন্নহীনতায়
পূর্ণিমা চাঁদ আজও
ঝলসানো রুটি।
স্বাধীনতার স্বপ্ন, স্বপ্নই!
রচনাকাল...../// ১৩/০৮ / ২০২০
আমরা পেয়েছি মুক্ত স্বাধীন দেশ।
মুক্ত আকাশ, মুক্ত বাতাস,
শিক্ষা-স্বাস্থ্য, অন্ন-বাসস্থান,
হয়নিত আর সন্নিবেশ।
সুমহান বিপ্লবী আর শহীদের
স্বপ্নের মাতৃভূমি
ত্রিধা বিভক্ত!
বেকারী আর অন্নহীনতায়
পূর্ণিমা চাঁদ আজও
ঝলসানো রুটি।
স্বাধীনতার স্বপ্ন, স্বপ্নই!
রচনাকাল...../// ১৩/০৮ / ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৮/২০২০অপূর্ব লেগেছে।
-
Md. Jahangir Hossain ১৩/০৮/২০২০সঠিক মন্তব্য।
-
ফয়জুল মহী ১৩/০৮/২০২০অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা I
চটুল ভাষায় হৃদয়ঙ্গম লেখা । -
সুমাইয়া হোসেন সুরভী ১৩/০৮/২০২০চমৎকার