অবিকৃত
প্রাগৈতিহাসিক যুগের
আদিমতা ছাপিয়ে
প্রাচীন-মধ্য, আধুনিক যুগের
গর্বোদ্ধত বাসিন্দা আমরা।
আদিম উদগ্র
জিঘাংসা আর লালসায়
সম্পদের পাহাড় গড়েছি।
দুর্বল মানুষ ক্রমেই
নিঃশেষিত হতে হতে
সর্বশ্রান্ত। দাস-ভূমিদাস
নেই এখন। তবু আছে,
নিত্য শোষণ, অত্যাচার,
বঞ্চনা আর কপট লোলুপতার
যুদ্ধ যুদ্ধ খেলা।
উন্নত সভ্যতার সমুন্নত
মানুষ; মানসিকতায় আচরনে
অরণ্যাচারী বনবাসী।
অবিকৃত এখনও
প্রাচীন দানবতা।
রচনাকাল...../// ১১/ ০৮/ ২০২০
আদিমতা ছাপিয়ে
প্রাচীন-মধ্য, আধুনিক যুগের
গর্বোদ্ধত বাসিন্দা আমরা।
আদিম উদগ্র
জিঘাংসা আর লালসায়
সম্পদের পাহাড় গড়েছি।
দুর্বল মানুষ ক্রমেই
নিঃশেষিত হতে হতে
সর্বশ্রান্ত। দাস-ভূমিদাস
নেই এখন। তবু আছে,
নিত্য শোষণ, অত্যাচার,
বঞ্চনা আর কপট লোলুপতার
যুদ্ধ যুদ্ধ খেলা।
উন্নত সভ্যতার সমুন্নত
মানুষ; মানসিকতায় আচরনে
অরণ্যাচারী বনবাসী।
অবিকৃত এখনও
প্রাচীন দানবতা।
রচনাকাল...../// ১১/ ০৮/ ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/০৮/২০২০বাহ্ চমৎকার
-
এম নাজমুল হাসান ২ ১২/০৮/২০২০খুব ভালো লাগলো
অনেক অনেক শুভকামনা রইল -
Md. Jahangir Hossain ১২/০৮/২০২০ভাল লাগলো।
-
ফয়জুল মহী ১১/০৮/২০২০Wonderful pome
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৮/২০২০অপূর্ব লেখনী।