চলছে যেমন
আবারও
নতুন জেগেছে ধর্ম-ব্যসায়ী।
চলছে ইঁট-পাথরের মোহনীয়
আবেশে রক্তের হোলি খেলা।
কে রাবণ আর কেই বা রাম,
মানুষেরই সৃষ্ট;
পূজিত কেউ, ঘৃণিত অন্যজন।
ইতিহাসের তোয়াক্কা করিনা।
শুধুই বিভেদেরই প্রাচীর তুলি।
চলছে, চলবে।
রচনাকাল..../// ০৮ আগষ্ট ২০২০
নতুন জেগেছে ধর্ম-ব্যসায়ী।
চলছে ইঁট-পাথরের মোহনীয়
আবেশে রক্তের হোলি খেলা।
কে রাবণ আর কেই বা রাম,
মানুষেরই সৃষ্ট;
পূজিত কেউ, ঘৃণিত অন্যজন।
ইতিহাসের তোয়াক্কা করিনা।
শুধুই বিভেদেরই প্রাচীর তুলি।
চলছে, চলবে।
রচনাকাল..../// ০৮ আগষ্ট ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৮/২০২০ভালো।
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ০৯/০৮/২০২০ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা থাকবে। এদের জন্যই তো সমাজে এত বিভে। শুভ কামনা নিরন্তর।
-
ফয়জুল মহী ০৮/০৮/২০২০শ্বেত নির্মল ও স্বচ্ছ কলমের ছোঁয়া পারে সমাজ বদলে দিতে ।