হানো আঘাত
সময় এসেছে
এগিয়ে যাবার, আঘাত হানার।
চালাও কোদাল ----
ফসল ফলুক; জীবন বাঁচুক।
কোমর বাঁধ
লড়াই হোক,
জানিয়ে দাও নিজের তেজ।
আঘাত হানো,
খসুক পড়ে টাকার পাহাড়,
মুছে যাক বৈষম্য!।
হানো আঘাত, হাঁকো জোয়ান,
পথে নামো, এগিয়ে চলো।
এগিয়ে যাবার, আঘাত হানার।
চালাও কোদাল ----
ফসল ফলুক; জীবন বাঁচুক।
কোমর বাঁধ
লড়াই হোক,
জানিয়ে দাও নিজের তেজ।
আঘাত হানো,
খসুক পড়ে টাকার পাহাড়,
মুছে যাক বৈষম্য!।
হানো আঘাত, হাঁকো জোয়ান,
পথে নামো, এগিয়ে চলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৭/০৮/২০২০অসাধারণ লেখনী।
-
প্রদীপ কুমার ০৫/০৮/২০২০খুব ভাল।
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২০Great
-
Md. Jahangir Hossain ০৫/০৮/২০২০সুন্দর আহবান।