স্মৃতি
সব কেন সহজেই বদলে যায় ?
দিন বদলায়, ঋতু বদলায়,
বদলায় সময়, মানুষের মনও।
স্বাধীনতার শুরুতে
নেতাদের কত রঙীন প্রতুশ্রুতি
কী সহজেই বদলে যায়।
প্রথম যৌবনে,
যে নারীর ভালবাসা
সেও বদলে যায় একদিন,
প্রেমের চাবীকাঠি চুরি করে
সে বুঝি আজ ফেরার।
বন্ধুর অন্তরঙ্গ প্রীতি,
যা আনন্দে ভরিয়ে দিত মন,
হঠাৎ বদলে যায়
ভোজবাজীর মতই।
কত কিছুই বদলায়
এই পৃথিবীর !
শুধু বদলায়না স্মৃতি,
মধুময় স্মৃতি।
রচনাকাল...../// ১৫ ই আগষ্ট, ১৯৯৭
দিন বদলায়, ঋতু বদলায়,
বদলায় সময়, মানুষের মনও।
স্বাধীনতার শুরুতে
নেতাদের কত রঙীন প্রতুশ্রুতি
কী সহজেই বদলে যায়।
প্রথম যৌবনে,
যে নারীর ভালবাসা
সেও বদলে যায় একদিন,
প্রেমের চাবীকাঠি চুরি করে
সে বুঝি আজ ফেরার।
বন্ধুর অন্তরঙ্গ প্রীতি,
যা আনন্দে ভরিয়ে দিত মন,
হঠাৎ বদলে যায়
ভোজবাজীর মতই।
কত কিছুই বদলায়
এই পৃথিবীর !
শুধু বদলায়না স্মৃতি,
মধুময় স্মৃতি।
রচনাকাল...../// ১৫ ই আগষ্ট, ১৯৯৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২০নৈসর্গিক প্রতিভায় নান্দনিক ও সুনিপুন প্রকাশ।
-
মাহমুদুর রহমান চৌধুরী ফাহিম ০৪/০৮/২০২০খুবই সুন্দর লিখেছেন কবি।
-
নীলাঞ্জন চক্রবর্তী ০৪/০৮/২০২০খুব সুন্দর লিখেছেন
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৮/২০২০সুন্দর হয়েছে।
-
মেহেদী হাসান (নয়ন) ০৪/০৮/২০২০ভাল লিখছেন