জীবন্মৃত
আজ এ করোনা আবহে,
নিত্যদিন মৃত্যুমিছিল আর
অদৃশ্য ভাইরাসের প্রতিরোধে
লড়তে লড়তে বেঁচে আছি
কোনমতে।
নিয়ত মৃত্যুর বিভিষীকায়
মানব সভ্যতা এখন
জীবন্মৃত।
রচনাকাল...../// ৩ রা আগষ্ট ২০২০
নিত্যদিন মৃত্যুমিছিল আর
অদৃশ্য ভাইরাসের প্রতিরোধে
লড়তে লড়তে বেঁচে আছি
কোনমতে।
নিয়ত মৃত্যুর বিভিষীকায়
মানব সভ্যতা এখন
জীবন্মৃত।
রচনাকাল...../// ৩ রা আগষ্ট ২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৮/২০২০অনন্য কথামালা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৮/২০২০হুম।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৮/২০২০করোনা শেষ হবেই হবে।
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২০মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা ।