ভাবনা
ইতিহাস বিবর্জিত পথে
হেঁটে চলেছি শত শত মাইল।
সামনে, পিছনে কোথাও
প্রশান্তি নেই! নেই মুক্তি!
তবুও------
বিরামহীন গতিপথ,
অক্ষান্ত আশা,
আমাদের 'ভীষ্ট লক্ষ্যে
লাল নিশান ওড়ায়।
নিজের অজান্তেই-----
হিংস্র সিংহের লেজ টেনে
আহত হই।
এবং -------
"মিছরীর ছুরি"তে
নিজস্বতা হারিয়ে
ভাইয়ের বুকে বসাই
শাণিত হাতিয়ার!
"মন্দির-মসজিদ"র ব্যর্থ বিতর্কে
জড়াই নিজেকে।
ঠিক তখনই-----
ওপরতলার বিধিসম
"বিড়াল তপস্বী"
লাল মারুতি চেপে,
পথের কাদা ছিঁটায়,
আমাদের অন্নে, মুখে।
আর আমাদের
লালের স্বপ্ন দেখায়।
আমরা?
ওদের তৈরী সমাজের
পেষণ-কলে পিষ্ট হই।
ইতিহাস আঁকড়ে ;
নব যৌবন আর কবে
কাঁপিয়ে তুলবে
এ সমাজের ভীত ?
ব্যর্থ হাঁটার হবে অবসান ?
রচনাকাল....…/// ২১ সেপ্টেম্বর, ১৯৯৬
হেঁটে চলেছি শত শত মাইল।
সামনে, পিছনে কোথাও
প্রশান্তি নেই! নেই মুক্তি!
তবুও------
বিরামহীন গতিপথ,
অক্ষান্ত আশা,
আমাদের 'ভীষ্ট লক্ষ্যে
লাল নিশান ওড়ায়।
নিজের অজান্তেই-----
হিংস্র সিংহের লেজ টেনে
আহত হই।
এবং -------
"মিছরীর ছুরি"তে
নিজস্বতা হারিয়ে
ভাইয়ের বুকে বসাই
শাণিত হাতিয়ার!
"মন্দির-মসজিদ"র ব্যর্থ বিতর্কে
জড়াই নিজেকে।
ঠিক তখনই-----
ওপরতলার বিধিসম
"বিড়াল তপস্বী"
লাল মারুতি চেপে,
পথের কাদা ছিঁটায়,
আমাদের অন্নে, মুখে।
আর আমাদের
লালের স্বপ্ন দেখায়।
আমরা?
ওদের তৈরী সমাজের
পেষণ-কলে পিষ্ট হই।
ইতিহাস আঁকড়ে ;
নব যৌবন আর কবে
কাঁপিয়ে তুলবে
এ সমাজের ভীত ?
ব্যর্থ হাঁটার হবে অবসান ?
রচনাকাল....…/// ২১ সেপ্টেম্বর, ১৯৯৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৮/২০২০দারুন লেখনী।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৮/২০২০সুন্দর।
-
প্রদীপ কুমার ০৩/০৮/২০২০খুব ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৮/২০২০সুন্দর
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০২/০৮/২০২০বেশ লেখা
-
ফয়জুল মহী ০২/০৮/২০২০Wonderful