www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৃথিবী ঘূরছে

তপ্ত বালুর'পরে শুধু হাঁটছি-----
আর হাঁটছি।
দিক্ ভ্রান্ত পথিক
মরীচিকার পিছনে ছুটে
যেমন; দিশাহারা ক্লান্ত
যাত্রী হতোদ‍্যম,
মায়াবী আলোয়----
উড়নী পোকা'র ডানা
খসে পড়ে, আলেয়া'র আলো
হাতছানি দেয় প্রতিবার,
জীবন বহমান আমার সেই শ্রোতে।
পা'য়ে পড়েছে কড়া,
রোদে পোড়া তামাটে রঙ,
রুক্ষ-শুস্ক বিবর্ণ কুন্তল,
কালো ছোপ দাগ চোখের নীচে।
দিশাহীন পথ,
আশাহীন আলোর বৃত্তে
অশান্ত ঘুরপাক খাচ্ছি অবিরত।
পৃথিবী ঘুরছে। ঘুরছেই,
আমারই মত,
অশান্ত দোলাচলে।

রচনাকাল..../// ০৯ জুলাই, ২০১১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast