পৃথিবী ঘূরছে
তপ্ত বালুর'পরে শুধু হাঁটছি-----
আর হাঁটছি।
দিক্ ভ্রান্ত পথিক
মরীচিকার পিছনে ছুটে
যেমন; দিশাহারা ক্লান্ত
যাত্রী হতোদ্যম,
মায়াবী আলোয়----
উড়নী পোকা'র ডানা
খসে পড়ে, আলেয়া'র আলো
হাতছানি দেয় প্রতিবার,
জীবন বহমান আমার সেই শ্রোতে।
পা'য়ে পড়েছে কড়া,
রোদে পোড়া তামাটে রঙ,
রুক্ষ-শুস্ক বিবর্ণ কুন্তল,
কালো ছোপ দাগ চোখের নীচে।
দিশাহীন পথ,
আশাহীন আলোর বৃত্তে
অশান্ত ঘুরপাক খাচ্ছি অবিরত।
পৃথিবী ঘুরছে। ঘুরছেই,
আমারই মত,
অশান্ত দোলাচলে।
রচনাকাল..../// ০৯ জুলাই, ২০১১
আর হাঁটছি।
দিক্ ভ্রান্ত পথিক
মরীচিকার পিছনে ছুটে
যেমন; দিশাহারা ক্লান্ত
যাত্রী হতোদ্যম,
মায়াবী আলোয়----
উড়নী পোকা'র ডানা
খসে পড়ে, আলেয়া'র আলো
হাতছানি দেয় প্রতিবার,
জীবন বহমান আমার সেই শ্রোতে।
পা'য়ে পড়েছে কড়া,
রোদে পোড়া তামাটে রঙ,
রুক্ষ-শুস্ক বিবর্ণ কুন্তল,
কালো ছোপ দাগ চোখের নীচে।
দিশাহীন পথ,
আশাহীন আলোর বৃত্তে
অশান্ত ঘুরপাক খাচ্ছি অবিরত।
পৃথিবী ঘুরছে। ঘুরছেই,
আমারই মত,
অশান্ত দোলাচলে।
রচনাকাল..../// ০৯ জুলাই, ২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/০৭/২০২৩অনন্যা
-
মোঃ খসরুল আলম মানিক ৩১/০৭/২০২০বাহ্, সুন্দর প্রকাশ!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৭/২০২০অসাধারণ।
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২০অসামান্য অতুলীয় ভাবনায় নান্দনিক লেখনী ।
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৭/২০২০ধন্যবাদ কবি
-
মোঃ আমানুল্লাহ ফকির ৩১/০৭/২০২০Nice