এ সব কিসের জন্য
চারিদিকে এত স্বপ্ন কেন?
চারিদিকে এত গুঞ্জন কেন?
চারিদিকে এত অনাহার কেন?
চারিদিকে এত নদী কেন?
চারিদিকে এত সবুজায়ন কেন?
চারিদিকে এত উৎপাদন কেন?
চারিদিকে এত মানুষ কেন?।
চারিদিকে এত লড়াই কেন?।
চারিদিকে এত প্রভূত্ব কেন?
মৃত্যুই যখন সার কথা,
এসব তাহলে,
কিসের জন্য?
রচনাকাল.…/// ২৬ জুন ২০০৩
চারিদিকে এত গুঞ্জন কেন?
চারিদিকে এত অনাহার কেন?
চারিদিকে এত নদী কেন?
চারিদিকে এত সবুজায়ন কেন?
চারিদিকে এত উৎপাদন কেন?
চারিদিকে এত মানুষ কেন?।
চারিদিকে এত লড়াই কেন?।
চারিদিকে এত প্রভূত্ব কেন?
মৃত্যুই যখন সার কথা,
এসব তাহলে,
কিসের জন্য?
রচনাকাল.…/// ২৬ জুন ২০০৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ খসরুল আলম মানিক ৩১/০৭/২০২০সঠিক জিজ্ঞাসা।
-
রূপক কুমার রক্ষিত ৩১/০৭/২০২০খুব সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৭/২০২০ধন্যবাদ
-
ফিরদৌস আলি খাঁন ৩০/০৭/২০২০বেশ ভাল