আহ্বান
এসো পথে নামি।
মিছিলে মেলায় পা।
দিন বদলের স্বপ্ন-স্বাধকের
সাথে মেলাই নিজেকে।
সমস্বরে উচ্চকিত কণ্ঠে
ডাক দিই স্বজনে,
"তৈরী হও, জোট বাঁধো"।
চলো----
সব পথ যেখানে মিশেছে একসাথে,
মুক্তির দাবীতে দামাল যৌবন,
গাইছে জীবনের জয়গান,
সে মিছিলে মেলাই পা।
এসো কবি-----
নতুন দিনের নবদিশা নিয়ে।
যুগান্তরের বার্তাবহ লেখনীতে
উজ্জীবিত হোক নবযৌবন।
এসো,
মিলি একসাথে।
রচনাকাল..../// ০৯ ই মে' ২০১১
মিছিলে মেলায় পা।
দিন বদলের স্বপ্ন-স্বাধকের
সাথে মেলাই নিজেকে।
সমস্বরে উচ্চকিত কণ্ঠে
ডাক দিই স্বজনে,
"তৈরী হও, জোট বাঁধো"।
চলো----
সব পথ যেখানে মিশেছে একসাথে,
মুক্তির দাবীতে দামাল যৌবন,
গাইছে জীবনের জয়গান,
সে মিছিলে মেলাই পা।
এসো কবি-----
নতুন দিনের নবদিশা নিয়ে।
যুগান্তরের বার্তাবহ লেখনীতে
উজ্জীবিত হোক নবযৌবন।
এসো,
মিলি একসাথে।
রচনাকাল..../// ০৯ ই মে' ২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ খসরুল আলম মানিক ৩১/০৭/২০২০ভাল লাগল।
-
হিমু ৩১/০৭/২০২০ভালো লেখনী, কবি
-
রূপক কুমার রক্ষিত ৩১/০৭/২০২০সুন্দর, প্রিয় কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৭/২০২০উপভোগ্য।
-
অমিতাভ স্বর্ণকার ৩০/০৭/২০২০দারুন লিখেছেন
-
মো.রিদওয়ান আল হাসান ৩০/০৭/২০২০চমৎকার!
-
ফয়জুল মহী ৩০/০৭/২০২০নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ