লক্ ডাউন
বড় দুঃসময় এখন।
করোনা আবহে,
চলছে লক্ ডাউন!
লক্ ডাউন,
চিন্তা-চেতনা-উপলব্ধির।
সংবাদ মাধ্যমে,
অবিরাম প্রচারীত সংখ্যাতত্ত্বে,
মৃত্যূ মিছিলে দিশাহারা বিশ্বলোক!
শারীরিক দূরত্ব
বজায় রাখতে আমরা
গড়েছি সামাজিক ব্যবধান।
সকলেই আড়চোখে,
সকলকে দেখে।
সন্ধিগ্ধ মন,
ভুলেছে আতিথেয়তা।
আত্মীয়তায়, করমর্দনে,
আলিঙ্গনে, না, না, না।
সমাজ বিচ্ছিন্ন মানুষ,
মনের সুখে তান ধরেছে
লক্ ডাউন! লক্ ডাউন!
করোনা আবহে,
চলছে লক্ ডাউন!
লক্ ডাউন,
চিন্তা-চেতনা-উপলব্ধির।
সংবাদ মাধ্যমে,
অবিরাম প্রচারীত সংখ্যাতত্ত্বে,
মৃত্যূ মিছিলে দিশাহারা বিশ্বলোক!
শারীরিক দূরত্ব
বজায় রাখতে আমরা
গড়েছি সামাজিক ব্যবধান।
সকলেই আড়চোখে,
সকলকে দেখে।
সন্ধিগ্ধ মন,
ভুলেছে আতিথেয়তা।
আত্মীয়তায়, করমর্দনে,
আলিঙ্গনে, না, না, না।
সমাজ বিচ্ছিন্ন মানুষ,
মনের সুখে তান ধরেছে
লক্ ডাউন! লক্ ডাউন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ৩০/০৭/২০২০মুগ্ধতা একরাশ
-
অমিতাভ স্বর্ণকার ২৯/০৭/২০২০বাস্তব কথা লিখেছেন, বাহঃ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৭/২০২০মনোমুগ্ধকর
-
সুলতান মাহমুদ ২৯/০৭/২০২০nice
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২০মনোমুগ্ধকর কথামালা