গোলকধাঁধা
পথের সন্ধানে,
পথে নেমেছি।
তবু, পথ আমাকে
'পথ' দেখায়নি।
হয়েছি হতোদ্যম।
গোলক ধাঁধায়
ঘুরতে ঘুরতে
আবারও সেই
'আমড়া তলার মোড়ে!"
ধ্যাৎ! নিকুচি করেছি,
জীবনের।
"আমড়া তলার মোড়ে"ই
কাটল, এ জীবন।
পথে নেমেছি।
তবু, পথ আমাকে
'পথ' দেখায়নি।
হয়েছি হতোদ্যম।
গোলক ধাঁধায়
ঘুরতে ঘুরতে
আবারও সেই
'আমড়া তলার মোড়ে!"
ধ্যাৎ! নিকুচি করেছি,
জীবনের।
"আমড়া তলার মোড়ে"ই
কাটল, এ জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/০৭/২০২৩অনন্য
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২০চমৎকার একটা লেখা