ভালো থেকো সুলোচনা
এখন, এ দুঃসময়ে,
ভালো থেকো সুলোচনা।
এখন
এ করোনা আবহে,
চারিদিকে মৃত্যুমিছিল,
অতিমারীর নিষ্ঠুর আঘাতে,
ঘরবন্দি মানুষ।
এখন,
নিরাপদ দূরত্ব,মুখাবরন আর
শারীরিক পবিত্রতা মানে
বারংবার হাত ধোয়ার
মহড়ায় মেতেছে মানুষ।
মুখ আর মুখোসের
কোন ভেদ নেই।
অনাহার আর কাজহারা
মানুষের খোঁজ রাখেনা কেউ।
ব্যস্ত সবাই মৃত্যুর সংখাতত্ত্বে।
কারন, ঐ সব মানুষের ভীড়ে
জীবনের কোন
মূল্যই নেই।
মৃত্যুই শ্বাশত যদিও
মানুষ বাঁচাতে চাই
বাঁচার তাগিদেই।
তাই
বাঁচতে চাওয়া মানুষের
কল্যানে; নিজেকেই সঁপে
দিয়েছ তুমি।
এই করোনা আবহে
ভালো থেকো, সুলোচনা।
ভালো থেকো সুলোচনা।
এখন
এ করোনা আবহে,
চারিদিকে মৃত্যুমিছিল,
অতিমারীর নিষ্ঠুর আঘাতে,
ঘরবন্দি মানুষ।
এখন,
নিরাপদ দূরত্ব,মুখাবরন আর
শারীরিক পবিত্রতা মানে
বারংবার হাত ধোয়ার
মহড়ায় মেতেছে মানুষ।
মুখ আর মুখোসের
কোন ভেদ নেই।
অনাহার আর কাজহারা
মানুষের খোঁজ রাখেনা কেউ।
ব্যস্ত সবাই মৃত্যুর সংখাতত্ত্বে।
কারন, ঐ সব মানুষের ভীড়ে
জীবনের কোন
মূল্যই নেই।
মৃত্যুই শ্বাশত যদিও
মানুষ বাঁচাতে চাই
বাঁচার তাগিদেই।
তাই
বাঁচতে চাওয়া মানুষের
কল্যানে; নিজেকেই সঁপে
দিয়েছ তুমি।
এই করোনা আবহে
ভালো থেকো, সুলোচনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/০৮/২০২৩অনেক সুন্দর!
-
পি পি আলী আকবর ২৮/০৭/২০২০ভালোই
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২০চমৎকার লেখা ।