www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একজনই পারে

সহসা চিতে প্রশ্ন জাগে
মানুষ কেন মরে,
হাজার হাজার বর্ষ কেন
থাকতে নারে ঘরে!

কেন ফোটা ফুলের ন্যায়
যায় সহজে ঝরে,
কেন মানবের হূদ-মাঝে
মৃত্যু বাস করে!

কত হাজার মানুষকে হল
এমনটাই প্রশ্ন করা,
এই প্রশ্নের যোগ্য উত্তর
সবার মাঝেই অধরা!

সবাই বলে এ তো গো
একজনই বলতে পারে--
যে এই ক্ষিতির বুকে
মোদের সৃজন করে!

নিজেরে এই প্রশ্ন করি
সেও বলতে নারে,
মাত্র ক'দিনের শিশু
তাই মস্তক ঘুরে!

শেষে ওই মতটিকে গো
আমিও লইলাম ধরে--
কেউ নয় একজনই এর
উত্তর বলতে পারে!

-------------যবনিকা-------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast