একজনই পারে
সহসা চিতে প্রশ্ন জাগে
মানুষ কেন মরে,
হাজার হাজার বর্ষ কেন
থাকতে নারে ঘরে!
কেন ফোটা ফুলের ন্যায়
যায় সহজে ঝরে,
কেন মানবের হূদ-মাঝে
মৃত্যু বাস করে!
কত হাজার মানুষকে হল
এমনটাই প্রশ্ন করা,
এই প্রশ্নের যোগ্য উত্তর
সবার মাঝেই অধরা!
সবাই বলে এ তো গো
একজনই বলতে পারে--
যে এই ক্ষিতির বুকে
মোদের সৃজন করে!
নিজেরে এই প্রশ্ন করি
সেও বলতে নারে,
মাত্র ক'দিনের শিশু
তাই মস্তক ঘুরে!
শেষে ওই মতটিকে গো
আমিও লইলাম ধরে--
কেউ নয় একজনই এর
উত্তর বলতে পারে!
-------------যবনিকা-------------
মানুষ কেন মরে,
হাজার হাজার বর্ষ কেন
থাকতে নারে ঘরে!
কেন ফোটা ফুলের ন্যায়
যায় সহজে ঝরে,
কেন মানবের হূদ-মাঝে
মৃত্যু বাস করে!
কত হাজার মানুষকে হল
এমনটাই প্রশ্ন করা,
এই প্রশ্নের যোগ্য উত্তর
সবার মাঝেই অধরা!
সবাই বলে এ তো গো
একজনই বলতে পারে--
যে এই ক্ষিতির বুকে
মোদের সৃজন করে!
নিজেরে এই প্রশ্ন করি
সেও বলতে নারে,
মাত্র ক'দিনের শিশু
তাই মস্তক ঘুরে!
শেষে ওই মতটিকে গো
আমিও লইলাম ধরে--
কেউ নয় একজনই এর
উত্তর বলতে পারে!
-------------যবনিকা-------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২১/০১/২০১৭বেশ ভাল লাগলো, শুভেচ্ছা নিবেন কবি ৷
-
Anjon Ch.Acharjee ১৯/০১/২০১৭অসাধারন হয়েছে ভাই। শুভেচ্ছা,অভিনন্দন রইল।
-
আমি-তারেক ১৬/০১/২০১৭sundor vaab prokash...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০১/২০১৭কঠিন প্রশ্ন। শুভেচ্ছা।
-
পরশ ১৫/০১/২০১৭নাইস
-
ইন্তিখাব আলম ১৫/০১/২০১৭সুন্দর।
-
কে. পাল ১৪/০১/২০১৭ভাল
-
মোনালিসা ১৪/০১/২০১৭হুম্ম........................