শরৎ এল বুঝি
ঘাস ভিজে যায় এমন করি
কেন সকালবেলা,
ঘাসের আগায় এমন করি
কেন শিশিরমেলা!
ঘাসের উপর চলতে গেলে
পা কেন যায় সরি,
সক্কালবেলা বারিবিন্দু হায়
এল কেমন করি!
বাতাস কেন সকালবেলা
গা কাঁপিয়ে যায়,
শীতলতা কেমন করি যে
দিল ভরি তায়!
ভোরের বেলা কেন লাগে
গায়ে পাতলা কাঁথা,
ঠাণ্ডা বাতাস কেন সহে
সকালবেলা মাথা!
কেন এমন ঘটিতেছে হায়
কারণখানি খুঁজি,
কেন সকালে শীতলতা হায়
বাতাসে যায় মজি!
ও! বুঝেছি এতক্ষণে গো
ছিলাম চোখ বুজি,
কিছুই না তো তেমন কিছু
শরৎ এল বুঝি!
-------------সমাপ্ত------------------
কেন সকালবেলা,
ঘাসের আগায় এমন করি
কেন শিশিরমেলা!
ঘাসের উপর চলতে গেলে
পা কেন যায় সরি,
সক্কালবেলা বারিবিন্দু হায়
এল কেমন করি!
বাতাস কেন সকালবেলা
গা কাঁপিয়ে যায়,
শীতলতা কেমন করি যে
দিল ভরি তায়!
ভোরের বেলা কেন লাগে
গায়ে পাতলা কাঁথা,
ঠাণ্ডা বাতাস কেন সহে
সকালবেলা মাথা!
কেন এমন ঘটিতেছে হায়
কারণখানি খুঁজি,
কেন সকালে শীতলতা হায়
বাতাসে যায় মজি!
ও! বুঝেছি এতক্ষণে গো
ছিলাম চোখ বুজি,
কিছুই না তো তেমন কিছু
শরৎ এল বুঝি!
-------------সমাপ্ত------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৪/০১/২০১৭বেশ ভাল
-
সোলাইমান ১৩/০১/২০১৭বেশ সুন্দর ভাবনার অনন্য প্রকাশ ! বিমুগ্ধ !!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা রেখে গেলাম ।
ভালো থাকুন !! -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০১/২০১৭"শরৎ এল বুঝি" খুব সুন্দর নিবেদন।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০১/২০১৭শরৎ আসবে।
-
মনিরুজ্জামান শুভ্র ১২/০১/২০১৭চমৎকার লিখেছেন কবি। শুভেচ্ছা রইলো ভাল থাকবেন ।
-
পরশ ১২/০১/২০১৭ভাল
-
মোহাম্মদ সফিউল হক ১২/০১/২০১৭সুন্দর!
-
সাইদুর রহমান ১২/০১/২০১৭খুব সুন্দর।