উপদেশ বাক্য
তোমার হৃদয়ে আজ শুধুই মরুভূমি?
কোনো দিন আর ফুটিবে না ফুল?
এ-হেন কথার নাই কোনো মূল্য--
কথাটি তো একেবারেই ভুল!
তোমার মাথার পরেও আছে ওই
ছত্রসম ব্যাপিত নীল নীলাকাশ,
তোমার উপর দিয়ে বয়ে যায়
স্বচ্ছন্দের ওই শীতল বাতাস!
এক দাবানল তোমার হৃদয়ের
সমস্ত উপাদান দিয়েছে পুড়ি,
আবার সবুজে হবেই সবুজ
তোমার হূদয়মরু গো জুড়ি!
আবার তোমার হূদয় জুড়িয়া
ছড়িয়ে যাবে কোমল সুবাস,
বৃথাই কর মনের মাঝে আজ
অসহনীয় এক তপ্ত হুতাশ!
তোমার ওই হূদয়মরুর মাঝে
আসবে আবার অরণ্য ফিরে,
আনন্দ-সুখ নতুন করি পুন:
দাঁড়াইবে তোমা হর্ষে ঘিরে!
যে গেছে তাকে যেতে দিয়ে
একটু শক্ত আজ তুমি হও--
তোমার জীবনের সূক্ষ্ম হিসেব
তুমিই নিজে বুঝে গো নাও!
:::::::::::যবনিকা---------------
4ঠা জৈষ্ঠ্য,1412
কোনো দিন আর ফুটিবে না ফুল?
এ-হেন কথার নাই কোনো মূল্য--
কথাটি তো একেবারেই ভুল!
তোমার মাথার পরেও আছে ওই
ছত্রসম ব্যাপিত নীল নীলাকাশ,
তোমার উপর দিয়ে বয়ে যায়
স্বচ্ছন্দের ওই শীতল বাতাস!
এক দাবানল তোমার হৃদয়ের
সমস্ত উপাদান দিয়েছে পুড়ি,
আবার সবুজে হবেই সবুজ
তোমার হূদয়মরু গো জুড়ি!
আবার তোমার হূদয় জুড়িয়া
ছড়িয়ে যাবে কোমল সুবাস,
বৃথাই কর মনের মাঝে আজ
অসহনীয় এক তপ্ত হুতাশ!
তোমার ওই হূদয়মরুর মাঝে
আসবে আবার অরণ্য ফিরে,
আনন্দ-সুখ নতুন করি পুন:
দাঁড়াইবে তোমা হর্ষে ঘিরে!
যে গেছে তাকে যেতে দিয়ে
একটু শক্ত আজ তুমি হও--
তোমার জীবনের সূক্ষ্ম হিসেব
তুমিই নিজে বুঝে গো নাও!
:::::::::::যবনিকা---------------
4ঠা জৈষ্ঠ্য,1412
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ২২/১২/২০১৬এগিয়ে যাও কবি বন্ধু
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬আপনার প্রতি রইল গভীর ভালোবাসা কবি
Singha. -
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬অসীম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আপনার জন্য কবি M.J.Ali
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬Many many thanks to thee কবি
রিফাত. -
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কবি সোলাইমান.
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬অসংখ্য ধন্যবাদ আপনাকে কবি কে.টিটু
-
নরসিংহ (নব রঞ্জন সিংহ) ২১/১২/২০১৬অপূর্ব ! শুভেচ্ছা ও শুভকামনা ।
-
মোঃ জুলফিকার আলী ২১/১২/২০১৬যে গেছে তাকে যেতে দিয়ে
একটু শক্ত আজ তুমি হও
তোমার জীবনের সুক্ষ্ম হিসেব
তুমিই নিজে বুঝে গো নাও!...... অনেক সুন্দর কবি। -
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ২১/১২/২০১৬কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে।
-
সোলাইমান ২১/১২/২০১৬কবির কাজ ছিল কবিতা লেখা। আর আমার কাজ বার বার তা পাঠ করা।
-
কামরুজ্জামান টিটু ২১/১২/২০১৬খুব ভালো