জন্মভূমি
চেয়ে দেখ কত রূপ--
দেখ কত খেলা,
মৌমাছি উড়ে যায়
আসে দুই বেলা!
পক্ষীরা আসি বসে
তরুর নবীন ডালে,
তাকায় তারা নিজে
গুলি আঁখি মেলে!
মুখে করি তৃণাংশ
বাসার পানে যায়,
বুনিবে কাকে বাসা
দেখা দেয় আমায়!
পিপীলিকা সারে সার
ঢিবিপানে ছুটি যায়,
মুখেতে টুকরো আহার
আবাসপানেতে ধায়!
বায়ু আসি সহসা
উড়িয়ে দেয় ধূলি,
জান কোথায় হেরি
এহেন দৃশ্যগুলি?
হাজার দৃশ্যে পূর্ণ
আমার মাতৃভূমি,
চণ্ডীবাড়িতে জন্মেছি গো
ভারত মোর জন্মভূমি!
যখন তুমি কষ্ট পাবে
মন-খারাপ করবে তুমি,
চলে এস ত্বরা করি
মৃণ্ময়ী মোর জন্মভূমি!
বুক ফুলিয়ে বলি সবারে
চিৎকারিয়া বলি আমি,
এই ধরিত্রীর শ্রেষ্ঠতম
আমার দুর্লভ জন্মভূমি!
::::::::::::যবনিকা-------------
16ই আশ্বিন,1411
দেখ কত খেলা,
মৌমাছি উড়ে যায়
আসে দুই বেলা!
পক্ষীরা আসি বসে
তরুর নবীন ডালে,
তাকায় তারা নিজে
গুলি আঁখি মেলে!
মুখে করি তৃণাংশ
বাসার পানে যায়,
বুনিবে কাকে বাসা
দেখা দেয় আমায়!
পিপীলিকা সারে সার
ঢিবিপানে ছুটি যায়,
মুখেতে টুকরো আহার
আবাসপানেতে ধায়!
বায়ু আসি সহসা
উড়িয়ে দেয় ধূলি,
জান কোথায় হেরি
এহেন দৃশ্যগুলি?
হাজার দৃশ্যে পূর্ণ
আমার মাতৃভূমি,
চণ্ডীবাড়িতে জন্মেছি গো
ভারত মোর জন্মভূমি!
যখন তুমি কষ্ট পাবে
মন-খারাপ করবে তুমি,
চলে এস ত্বরা করি
মৃণ্ময়ী মোর জন্মভূমি!
বুক ফুলিয়ে বলি সবারে
চিৎকারিয়া বলি আমি,
এই ধরিত্রীর শ্রেষ্ঠতম
আমার দুর্লভ জন্মভূমি!
::::::::::::যবনিকা-------------
16ই আশ্বিন,1411
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬A number of thanks to thee my poet-in with R.U.Khan!
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬A number of thanks to thee my poet-in with R.U.Khan!
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬A lot of thanks to thou my poet-fridend Titu.
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬Thanks to you my poet-company Solaiman.
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬Many many thanks to thou poet-friend M.J.Ali
-
গুরুপদ নেয়ে ২২/১২/২০১৬Thanks to thee poet-in with N.Poddar
-
রইস উদ্দিন খান আকাশ ২১/১২/২০১৬সুন্দর
-
কামরুজ্জামান টিটু ২১/১২/২০১৬ভালো লাগল
-
সোলাইমান ১৯/১২/২০১৬অসাধারণ কবি। লিখেযান কবি।
-
মোঃ জুলফিকার আলী ১৯/১২/২০১৬ভাল লাগলো। ধন্যবাদ।
-
নির্মলেন্দু পোদ্দার ১৯/১২/২০১৬ভাল..