প্রেমের গান
সুর মিলিয়ে ধর সবাই
মানব প্রেমের গান,
সুরে সুরে সুর মিলিয়ে সবে
সৃজ মিষ্টি তান!
দ্বেষ--হিংসা পায়ে দলি
ধর মিলনের গান,
একতাই সফলতার পথ
ক'রো না কেউ গরল পান!
ত্বরা সবাই এস ছুটে--
নাচতে সবাই হায়
এস,ঐক্যবদ্ধ হতে হবে
বেলা যে বয়ে যায়!
কিসের জাত?কিসের ধর্ম?
এ-সকল কিছুই নাই;
সকল জাতি-ধর্ম সমান
সবাই মোরা সোদর ভাই!
সকল ধর্ম বজায় রাখ
ভুলো না মানবধর্ম,
সবার তরে আমরা সবাই
এটাই মোদের কর্ম!
একই মায়ের কোলে লালিত
মোরা শতকোটি সন্তান,
মা মোদের একটাই সবার
তবে কেন দ্বন্দ্ব,অভিমান?
নতুন করে সাজ সবাই
দেখুক মাতা চেয়ে,
আনন্দের লোরধারা
পড়ুক মায়ের বক্ষ বেয়ে!
ত্বরা ছুটি এস সবাই
সময় খুবই কম হাতে,
নাচ-গাও একতার গান
ওঠো সবাই হরষে মেতে!
বিদ্বেষ ছাড়ি সকল জাতি
ধর্ম আজ এক হও,
চিৎকারিয়া বল মাকে
'তুমি কু-সন্তানের প্রসূতি নও'!
-------------সমাপ্ত---------------
5ই আশ্বিন,1411
মানব প্রেমের গান,
সুরে সুরে সুর মিলিয়ে সবে
সৃজ মিষ্টি তান!
দ্বেষ--হিংসা পায়ে দলি
ধর মিলনের গান,
একতাই সফলতার পথ
ক'রো না কেউ গরল পান!
ত্বরা সবাই এস ছুটে--
নাচতে সবাই হায়
এস,ঐক্যবদ্ধ হতে হবে
বেলা যে বয়ে যায়!
কিসের জাত?কিসের ধর্ম?
এ-সকল কিছুই নাই;
সকল জাতি-ধর্ম সমান
সবাই মোরা সোদর ভাই!
সকল ধর্ম বজায় রাখ
ভুলো না মানবধর্ম,
সবার তরে আমরা সবাই
এটাই মোদের কর্ম!
একই মায়ের কোলে লালিত
মোরা শতকোটি সন্তান,
মা মোদের একটাই সবার
তবে কেন দ্বন্দ্ব,অভিমান?
নতুন করে সাজ সবাই
দেখুক মাতা চেয়ে,
আনন্দের লোরধারা
পড়ুক মায়ের বক্ষ বেয়ে!
ত্বরা ছুটি এস সবাই
সময় খুবই কম হাতে,
নাচ-গাও একতার গান
ওঠো সবাই হরষে মেতে!
বিদ্বেষ ছাড়ি সকল জাতি
ধর্ম আজ এক হও,
চিৎকারিয়া বল মাকে
'তুমি কু-সন্তানের প্রসূতি নও'!
-------------সমাপ্ত---------------
5ই আশ্বিন,1411
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/১২/২০১৬জাতীয় সংহতির প্রতীক। শুভেচ্ছা।
-
গুরুপদ নেয়ে ১৮/১২/২০১৬Thanks to thee poet SOLAIMAN.
-
সোলাইমান ১৮/১২/২০১৬অনেক সুন্দর কবি,ভাল লিখুন।
-
গুরুপদ নেয়ে ১৮/১২/২০১৬Thanks to all of you.
-
কুয়াশা ১৮/১২/২০১৬মা মোদের একটাই সবার
তবে কেন দ্বন্দ্ব,অভিমান?
এই কেন এর উত্তর খুজে পাওয়া সত্তিই দুষ্কর।
ভালো লাগল। শুভেচ্ছা জানবেন। -
দ্বীপ সরকার ১৭/১২/২০১৬ভালো।
-
পরশ ১৭/১২/২০১৬দারুন লেগেছে
-
আলমগীর সরকার লিটন ১৭/১২/২০১৬অনেক ভাল লাগল দাদা