শুধু আদর নয় চাই মায়ের সচেতনতাও
ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেলেই প্রায় আমার মা কে নিয়ে বসুর হাট ডায়াবেটিস্ হাসপাতালে যেতে হয়। ০৩/০৯/২০১৪ ইং আমি আমার মা কে নিয়ে, আঁকা বাঁকা প্রাকৃতিক সৌন্দর্যময় খরস্রোতা ছোট ফেনী নদী পার হয়ে বসুর হাট ছায়ায় আচ্ছাদিত ডায়াবেটিস্ হাসপাতালে গেলাম। ডায়াবেটিস্ হাসপাতালের ভিতরে বসার জায়গা ছিল না। হাসপাতালের সামনে একটি ছোট চা এর দোকান ছিল। দোকানের সামনে দু-একটা বসার টুল ছিল। আমি ওখানে বসি এবং চা নিলাম।
এই সময় একটি মা তার একটি মেয়ে শিশুকে নিয়ে আসলো। বুঝতে পারলাম মেয়েটি একটু চঞ্চল। শিশু মেয়েটির মা তাকে কিছু একটা খাবে কিনা জিজ্ঞেস করতেই মেয়েটির পাঁয়ের দিকে খেয়াল করল এবং...
মেয়েটির মাঃ- তোর জোতা কই? কিচ্ছত? (তোমার জুতা কোথায়? কি করছ?)
মেয়েঃ- কুত্তার বাইচ্চা। (কুকুরের বাচ্ছা)
মেয়ের উত্তর টা বুঝতে পারেনি তাই আবার...
মেয়েটির মাঃ- জোতা কিচ্ছত? (জুতা কি করছ?)
মেয়েটিঃ- কুত্তার বাইচ্চা। (কুকুরের বাচ্ছা)
মেয়েটির মা আমার দিকে তাকালো এবং কিছু না কিনার আগেই চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম।
মেয়েটির আচরণের জন্য অভিভাবক দায়ী নয় কি?
এই সময় একটি মা তার একটি মেয়ে শিশুকে নিয়ে আসলো। বুঝতে পারলাম মেয়েটি একটু চঞ্চল। শিশু মেয়েটির মা তাকে কিছু একটা খাবে কিনা জিজ্ঞেস করতেই মেয়েটির পাঁয়ের দিকে খেয়াল করল এবং...
মেয়েটির মাঃ- তোর জোতা কই? কিচ্ছত? (তোমার জুতা কোথায়? কি করছ?)
মেয়েঃ- কুত্তার বাইচ্চা। (কুকুরের বাচ্ছা)
মেয়ের উত্তর টা বুঝতে পারেনি তাই আবার...
মেয়েটির মাঃ- জোতা কিচ্ছত? (জুতা কি করছ?)
মেয়েটিঃ- কুত্তার বাইচ্চা। (কুকুরের বাচ্ছা)
মেয়েটির মা আমার দিকে তাকালো এবং কিছু না কিনার আগেই চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম।
মেয়েটির আচরণের জন্য অভিভাবক দায়ী নয় কি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫হমমমমমমমম
-
নাজমুল আহসান ৩১/০১/২০১৫অনেক সুন্দর
-
শূন্য ১৫/০৯/২০১৪হুম...... আপনার পর্যবেক্ষনের ভিত্তিতে বক্তব্যের নামকরনটার মত হওয়া উচিত অবশ্যই।