হে রহমান
হে রহমা'ন!
সৃষ্টি করেছ এই মহী।
তুমিই মালিক এই ধরণীর।
পালন কর তুমিই এই ধরাতল।
তোমার করুণা ছাড়া আমি অচল!
তুমিই দয়ালু, তুমিই বিজ্ঞ,
তুমিই সর্বশক্তিমান।
তোমার কাছে মনোরথ-
দেখাও আমায় সহজ, সরল পথ।
চালনা কর পথে-
যেথায় আছে তোমার হর্ষ।
তোমার দয়া ছাড়া আমি মুমূর্ষু!
হে সর্বজ্ঞ!
ভ্রষ্টপথ থেকে দিও নিস্তার।
তোমার করুণা ছাড়া আমি আঁধার!
সৃষ্টি করেছ এই মহী।
তুমিই মালিক এই ধরণীর।
পালন কর তুমিই এই ধরাতল।
তোমার করুণা ছাড়া আমি অচল!
তুমিই দয়ালু, তুমিই বিজ্ঞ,
তুমিই সর্বশক্তিমান।
তোমার কাছে মনোরথ-
দেখাও আমায় সহজ, সরল পথ।
চালনা কর পথে-
যেথায় আছে তোমার হর্ষ।
তোমার দয়া ছাড়া আমি মুমূর্ষু!
হে সর্বজ্ঞ!
ভ্রষ্টপথ থেকে দিও নিস্তার।
তোমার করুণা ছাড়া আমি আঁধার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫ভালো লেখা। আল্লাহ আপনার মঙ্গল করুক।
-
মনিরুজ্জামান শুভ্র ১০/০৯/২০১৪আধার > আঁধার হবে। আধার শব্দের আভিধানিক অর্থ পাখির খাদ্য, যেটা আপনার শেষ লাইনের সাথে যায় না। তাই আম্র মনে হয় ওটা আঁধার হবে। তবে কবিতা টা বিষয় বস্তু অনেক ভাল লেগেছে।
-
বিজয় রায় ১০/০৯/২০১৪অশেষ আপনার কবিতা
-
একনিষ্ঠ অনুগত ১০/০৯/২০১৪খুব সুন্দর আকুতি। অনেক ভালো লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৯/২০১৪মুগ্ধ হলাম আপনার লেখনীতে। অসাধারন
-
শিমুল শুভ্র ০৯/০৯/২০১৪প্রকাশ করে দিলাম
আসরে সুস্বাগতম
প্রথম প্রকাশ বেশ লাগলো ।