কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়
কত যে স্বপ্ন কত যে আশা
এ হৃদয়ে জমানো কত যে ভাষা।
না জানি স্বপ্ন হবে কি পূরণ,
কতনা বুনেছি নতুন স্বপন।
বেধেছি বাসা বেসেছি ভাল
এ হৃদয়ে আছো হয়ে আলো।
করেছি আশা করেছি পণ
স্বপ্ন আমার হল না পূরণ।
হারিনি তবু হারিনি আমি
আবার দেখেছি নতুন স্বপন,
আশা নিরাশা করেছি রোপন।
ভেঙ্গেছে হৃদয়, ভেঙ্গেছে মন
নিরাশাকে আজো করিনি বরণ,
তবুও হারেনি, হারেনি স্বপন।
আবার দাঁড়িয়েছি দৃপ্ত প্রত্যয়ে
স্বপ্ন আমার করিতে পূরণ।
স্বপ্নে ভরা আমার জীবন!
পূরন হবে কি আমার স্বপন?
জীবনের প্রতিক্ষণে চেয়েছি যা
কি পেয়েছি? কি পেয়েছি?
খুজিনি তো কখনও তা!!!
জীবনের প্রতি বাকেঃ প্রতিক্ষণে-
হয়নি স্বপ্ন আজো পূরণ।
অনেক কেঁদেছি, অনেক হেসেছি
ডায়েরীর শেষে হিসেব কষেছি,
মেলেনি হিসাব, মেলেনি পাতা
ডায়েরীর পাতা আজো ফাঁকা।
স্বপ্নের দেখা নাহি শেষ হয়,
কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়!!
এ হৃদয়ে জমানো কত যে ভাষা।
না জানি স্বপ্ন হবে কি পূরণ,
কতনা বুনেছি নতুন স্বপন।
বেধেছি বাসা বেসেছি ভাল
এ হৃদয়ে আছো হয়ে আলো।
করেছি আশা করেছি পণ
স্বপ্ন আমার হল না পূরণ।
হারিনি তবু হারিনি আমি
আবার দেখেছি নতুন স্বপন,
আশা নিরাশা করেছি রোপন।
ভেঙ্গেছে হৃদয়, ভেঙ্গেছে মন
নিরাশাকে আজো করিনি বরণ,
তবুও হারেনি, হারেনি স্বপন।
আবার দাঁড়িয়েছি দৃপ্ত প্রত্যয়ে
স্বপ্ন আমার করিতে পূরণ।
স্বপ্নে ভরা আমার জীবন!
পূরন হবে কি আমার স্বপন?
জীবনের প্রতিক্ষণে চেয়েছি যা
কি পেয়েছি? কি পেয়েছি?
খুজিনি তো কখনও তা!!!
জীবনের প্রতি বাকেঃ প্রতিক্ষণে-
হয়নি স্বপ্ন আজো পূরণ।
অনেক কেঁদেছি, অনেক হেসেছি
ডায়েরীর শেষে হিসেব কষেছি,
মেলেনি হিসাব, মেলেনি পাতা
ডায়েরীর পাতা আজো ফাঁকা।
স্বপ্নের দেখা নাহি শেষ হয়,
কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৭/২০১৬ভালো।
-
আরিফ মুহাম্মদ ০৩/০৭/২০১৬ভাল
-
দ্বীপ সরকার ০১/০৭/২০১৬ভালো লিখেছেন
-
অঙ্কুর মজুমদার ০১/০৭/২০১৬vlo..........
-
ফয়েজ উল্লাহ রবি ২৫/০৬/২০১৬কিছু বানান ঠিক করতে হবে,
যেমন- পূরণ/ পণ/ দাঁড়িয়েছি/ প্রতিক্ষণে/ ফাঁকা............
আর (বেধেছি বাসা বেধেছি ভাল)
এই লাইনটা ভুল মনে হয়
এই সব দেখে নিন প্লীজ।
ভাল থাকবেন।