আজ বসন্ত
আজ বসন্ত
ফুল ফুটবে কিনা জানিনা?
আমি দুরে বহু দুরে--
তুমি আসবে কিনা জানিনা?
তবুও ফুলের ডালা
সাজাব করিতে তোমায় রবণ।
নাহি পাব কাছে!
তবুও হৃদয়ের মাঝে বসন্ত বাজে,
করিও আমায় রবণ
মনেরও গহিনে হৃদয়ের মাঝে।
হৃদয়ের মাঝে সাজিয়ে ডালা
তোমায় করেছি বরণ!!
অনুভবে কর গ্রহন
আমার বসন্ত বরণ।
এই বসন্তে
নাহি হবে দেখা
হবে নাহি কথা,
তবুও রেখনা হৃদয় ফাঁকা।
হৃদয় দিয়ে হৃদয়
বরন করিও আমায়।
যেথা থাক ভাল থাক
বসন্ত করিও বরন,
কাছে থাকি দুরে থাকি
তোমায় করিব স্বরণ।
ফুল ফুটবে কিনা জানিনা?
আমি দুরে বহু দুরে--
তুমি আসবে কিনা জানিনা?
তবুও ফুলের ডালা
সাজাব করিতে তোমায় রবণ।
নাহি পাব কাছে!
তবুও হৃদয়ের মাঝে বসন্ত বাজে,
করিও আমায় রবণ
মনেরও গহিনে হৃদয়ের মাঝে।
হৃদয়ের মাঝে সাজিয়ে ডালা
তোমায় করেছি বরণ!!
অনুভবে কর গ্রহন
আমার বসন্ত বরণ।
এই বসন্তে
নাহি হবে দেখা
হবে নাহি কথা,
তবুও রেখনা হৃদয় ফাঁকা।
হৃদয় দিয়ে হৃদয়
বরন করিও আমায়।
যেথা থাক ভাল থাক
বসন্ত করিও বরন,
কাছে থাকি দুরে থাকি
তোমায় করিব স্বরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ৩১/০৫/২০১৬কাব্যহীন কেন ? কাব্য হলে ক্ষতি কি ?
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ১৮/০২/২০১৬আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন।
-
ধ্রুব রাসেল ১৭/০২/২০১৬ভাল লিখেছেন। তবে বরণ বানানে দুর্যোগের সৃষ্টি করেছেন। বানান ঠিক করে নিন। সেই সাথে স্মরন- স্মরণ
-
দেবব্রত সান্যাল ১৭/০২/২০১৬সবিনয়ে বলি , আপনার , ভাব , ভাষা , ছনের উন্নতি প্রয়োজন। এডিট করে নিন।