ফিরে এসো
সেদিন ছিল না পূর্ণিমার রাত
ছিল না আকাশে এক বিন্দু চাঁদ,
ছিল না জোসনার কোন ছায়া
তবুও আলোকিত ছিল রাত।
তুমি আছ দাঁড়িয়ে নদীর বুকে
আলোকিত করে মোর জীবন।
বসে আছি আনমনে নিরবে, নিবৃত্তে
ভাবছি তোমায় নিয়ে সারাক্ষণ।
আমি বসে আছি তোমারী প্রতিক্ষায়
আসবে কি ফিরে এই অবেলায়?
ফিরবে কি তুমি মাঝ রাতে?
যখন জোসনার ছায়া নাহি রয়!!
মুছে দিতে আমার চোখের জল!
ফিরে এসো, ফিরে এসো যেওনা চলে
এভাবে আমায় একলা ফেলে।
জীবনের প্রতিক্ষনে তোমায় চাওয়া,
ভালবাসা সেকি মোর হবে না পাওয়া?
ছিল না আকাশে এক বিন্দু চাঁদ,
ছিল না জোসনার কোন ছায়া
তবুও আলোকিত ছিল রাত।
তুমি আছ দাঁড়িয়ে নদীর বুকে
আলোকিত করে মোর জীবন।
বসে আছি আনমনে নিরবে, নিবৃত্তে
ভাবছি তোমায় নিয়ে সারাক্ষণ।
আমি বসে আছি তোমারী প্রতিক্ষায়
আসবে কি ফিরে এই অবেলায়?
ফিরবে কি তুমি মাঝ রাতে?
যখন জোসনার ছায়া নাহি রয়!!
মুছে দিতে আমার চোখের জল!
ফিরে এসো, ফিরে এসো যেওনা চলে
এভাবে আমায় একলা ফেলে।
জীবনের প্রতিক্ষনে তোমায় চাওয়া,
ভালবাসা সেকি মোর হবে না পাওয়া?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ১৭/০২/২০১৬মাত্রা, ছন্দে আর অন্ত্য মিলের উন্নতি করবেন, আশা করছি।
-
দেবব্রত সান্যাল ১০/০২/২০১৬মনে হয় , কবিতায় অন্ত্য মিল রাখার চেষ্টা করে ছিলেন , কিন্তু সফল হন নি। বানান ভুল শুদ্ধ করে নিন।