বিচিত্র এই দেশ বিচিত্র এই দেশেরলীলাখেলা
মাঝে মধ্যেই ভাবি বেঁচে থাকার তাগিদে মানুষের কত সংগ্রাম।
যখন দেখি অস্থির গরমে দুপুরের রোদ্রতাপে পুড়ে অসহায় মানুষের শরীর ।
দু মুঠো গরম ভাতের আসায় রিক্সার হেন্ডেল চাপতে চাপতে ঘামে ভেজা কোন বৃদ্ধ ।
প্রচন্ড শীতের রাতে যখন দেখি স্টেশনের
প্লাটফর্মের উপর বৃদ্ধ
লোকটির ছেড়া কাঁথা গায়ে শীতে ঠক ঠক করে কাঁপা ।
যখন দেখি বেঁচে থাকার
তাগিদে ষাটউর্ধ্ব অন্ধ বৃদ্ধাটির দুটি টাকার
জন্য দ্বারে দ্বারে ঘুরা ।
যখন দেখি খয়রাতী হাসপাতালের বারান্দায় সু-চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া রোগীর আর্তনাদ তখন মনে হয় এটাই কি স্বাধীনতা?
যখন শুনি প্রভাবশালী শ্যাম বাবু কর্তৃক
অসহায় ক্ষুদার্ত
নারীর সম্ভ্রম হারানোর
কিচ্ছা,
যখন দেখি রোগাক্রান্ত
ভিক্ষুককে গালী-গালাজ করে মৃত ফকিরের
লাশের সতকারের জন্য
এসি গাড়ি থেকে ধনি বাবুর ২০ টি টাকা ছুড়ে মারা ।
তখন ভাবি স্বাধিনতাটা আসলে কাদের?
যে দেশের কর্ণধারেরা বিশাল মঞ্চে বলে
"বদলে যাও,
বদলে দাও",
ভাবুনতো সে দেশটা শুধু ভোটের আগে ক্ষনিকের ভন্ডামির নয় কি?
দীর্ঘশ্বাস ছেড়ে তাই বলি
সেলুকাস- বিচিত্র এই
দেশ, বিচিত্র এই দেশের
লীলাখেলা।
যখন দেখি অস্থির গরমে দুপুরের রোদ্রতাপে পুড়ে অসহায় মানুষের শরীর ।
দু মুঠো গরম ভাতের আসায় রিক্সার হেন্ডেল চাপতে চাপতে ঘামে ভেজা কোন বৃদ্ধ ।
প্রচন্ড শীতের রাতে যখন দেখি স্টেশনের
প্লাটফর্মের উপর বৃদ্ধ
লোকটির ছেড়া কাঁথা গায়ে শীতে ঠক ঠক করে কাঁপা ।
যখন দেখি বেঁচে থাকার
তাগিদে ষাটউর্ধ্ব অন্ধ বৃদ্ধাটির দুটি টাকার
জন্য দ্বারে দ্বারে ঘুরা ।
যখন দেখি খয়রাতী হাসপাতালের বারান্দায় সু-চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া রোগীর আর্তনাদ তখন মনে হয় এটাই কি স্বাধীনতা?
যখন শুনি প্রভাবশালী শ্যাম বাবু কর্তৃক
অসহায় ক্ষুদার্ত
নারীর সম্ভ্রম হারানোর
কিচ্ছা,
যখন দেখি রোগাক্রান্ত
ভিক্ষুককে গালী-গালাজ করে মৃত ফকিরের
লাশের সতকারের জন্য
এসি গাড়ি থেকে ধনি বাবুর ২০ টি টাকা ছুড়ে মারা ।
তখন ভাবি স্বাধিনতাটা আসলে কাদের?
যে দেশের কর্ণধারেরা বিশাল মঞ্চে বলে
"বদলে যাও,
বদলে দাও",
ভাবুনতো সে দেশটা শুধু ভোটের আগে ক্ষনিকের ভন্ডামির নয় কি?
দীর্ঘশ্বাস ছেড়ে তাই বলি
সেলুকাস- বিচিত্র এই
দেশ, বিচিত্র এই দেশের
লীলাখেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩নকিব মাঝি তুমি খাটি কথা বলেছ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩আসলেই বিচিত্র। প্রত্যেকেই ক্রমশ সুযোগসন্ধানী হয়ে উঠছি। সত্যসন্ধানী হওয়ার কোন প্রয়াস নেই
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩জীবন মানেই সংগ্রাম