নির্বাণহীন আলোকদীপ্ত
নির্বাণহীন আলোকদীপ্ত
আমি সুপ্ত আমি সুপ্ত
আমি উজ্জ্বল মনো গুপ্ত
আমি প্রোজ্জ্বল উত্তপ্ত।
আমি সপ্ত সুরে ক্ষিপ্ত
আমি শাসন ত্রাসে লিপ্ত
নির্বাণহীন আলোকদীপ্ত।
আমি যন্ত্রণার আঁধার
মরুভূমির হাহাকার
হাড় পুড়ে আঙ্গার
তবু পৃথিবী নির্বিকার।
রক্তে বিষের আধিক্যতা
বিষে বিষ ক্ষয়ের ব্যাস্ততা
মৃত্যু ব্যাথায় নির্লিপ্ততা
তবুও অভিনয়ে থাকে সখ্যতা।
আর নয় অভিনয়
এবার ফেরার সময়
না থাকুক ঘর আলোময়
না থাকুক কেউ অপেক্ষায়
নিতে হবে পৃথিবীর দায়
এবার যে ফিরতেই হয়
জ্বলো আলো মোর আঙ্গিনায়।
আমি সুপ্ত আমি সুপ্ত
আমি উজ্জ্বল মনো গুপ্ত
আমি প্রোজ্জ্বল উত্তপ্ত।
আমি সপ্ত সুরে ক্ষিপ্ত
আমি শাসন ত্রাসে লিপ্ত
নির্বাণহীন আলোকদীপ্ত।
আমি যন্ত্রণার আঁধার
মরুভূমির হাহাকার
হাড় পুড়ে আঙ্গার
তবু পৃথিবী নির্বিকার।
রক্তে বিষের আধিক্যতা
বিষে বিষ ক্ষয়ের ব্যাস্ততা
মৃত্যু ব্যাথায় নির্লিপ্ততা
তবুও অভিনয়ে থাকে সখ্যতা।
আর নয় অভিনয়
এবার ফেরার সময়
না থাকুক ঘর আলোময়
না থাকুক কেউ অপেক্ষায়
নিতে হবে পৃথিবীর দায়
এবার যে ফিরতেই হয়
জ্বলো আলো মোর আঙ্গিনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৯/০৯/২০১৪খুব ভালো লাগলো।
-
বিজয় রায় ০৯/০৯/২০১৪ভোরে মনটা যেন ভরে দিলেন
-
স্বপন রোজারিও(১) ০৮/০৯/২০১৪ভাল
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/০৯/২০১৪অনেক ভাল লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৮/০৯/২০১৪অসাধারন লিখেছেন তো।