একুশ মানে রক্তে কেনা বর্ণমালা
একুশ মানে আট ফাগুনের
কৃষ্ণচূড়ার রঙ,
শিশুর মুখে প্রথম বুলির
বিচিত্র নানা ঢঙ ।
একুশ মানে রক্তে কেনা
বাংলা বর্ণমালা,
ভাষার শপথে স্বপ্ন বোনা
বিপ্লবী পাঠশালা।
একুশ মানে বীর বাঙালির
প্রথম বিপ্লবের রথ,
একুশ মানে পরাধীনতার
শেকল ছেঁড়ার শপথ।
একুশ মানে ছিনিয়ে আনা
মাতৃভাষার স্বীকৃতি,
অজ্ঞানতায় কভু যেন হয় না
বাংলা ভাষার বিকৃতি।
একুশ মানে শহীদ মিনার,
প্রভাতফেরির গান
একুশ মানে গ্রন্থমেলায় কবিদের
উল্লসিত কাব্যের তান।
একুশ মানে ১৯৫২ সালে,
সালাম, বরকত, রফিক, জব্বারের
ভাষার তরে জীবন দানে,
ইতিহাসে তোলা ঝড়;
সেই দাপটে
একুশ রয়েছে আজও সবার
স্মৃতিতে অমর।
কৃষ্ণচূড়ার রঙ,
শিশুর মুখে প্রথম বুলির
বিচিত্র নানা ঢঙ ।
একুশ মানে রক্তে কেনা
বাংলা বর্ণমালা,
ভাষার শপথে স্বপ্ন বোনা
বিপ্লবী পাঠশালা।
একুশ মানে বীর বাঙালির
প্রথম বিপ্লবের রথ,
একুশ মানে পরাধীনতার
শেকল ছেঁড়ার শপথ।
একুশ মানে ছিনিয়ে আনা
মাতৃভাষার স্বীকৃতি,
অজ্ঞানতায় কভু যেন হয় না
বাংলা ভাষার বিকৃতি।
একুশ মানে শহীদ মিনার,
প্রভাতফেরির গান
একুশ মানে গ্রন্থমেলায় কবিদের
উল্লসিত কাব্যের তান।
একুশ মানে ১৯৫২ সালে,
সালাম, বরকত, রফিক, জব্বারের
ভাষার তরে জীবন দানে,
ইতিহাসে তোলা ঝড়;
সেই দাপটে
একুশ রয়েছে আজও সবার
স্মৃতিতে অমর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১৩/০৯/২০২১
-
অভিজিৎ হালদার ১১/০৯/২০২১সুন্দর ভাষায় কথামালা
-
ফয়জুল মহী ১১/০৯/২০২১সুন্দর প্রকাশ।
পাঠে মুগ্ধ হলাম। -
সাইয়িদ রফিকুল হক ১১/০৯/২০২১হঠাৎ এই শরতে ফাগুনের কবিতা কেন?
-
নাহিদ ১১/০৯/২০২১চমৎকার লেখনি প্রিয় কবি।
একুশের ভাষার লড়াই
সহস্র সেলাম জানাই।