স্নিগ্ধতার সন্ধ্যা।
"এই আধার রাতের
স্নিগ্ধ ঠান্ডা বাতাসে,
উড়ছে তোমার চুল,
দেখছি আমি মুগ্ধ হয়ে
মন আমার ব্যাকুল।
দেখছি যত যাচ্ছি হারিয়ে,
তোমার ঐ মায়াবী চোখে,
হৃদয় আমার কাঁপছে বেশ
তোমায় দেখে"।
স্নিগ্ধ ঠান্ডা বাতাসে,
উড়ছে তোমার চুল,
দেখছি আমি মুগ্ধ হয়ে
মন আমার ব্যাকুল।
দেখছি যত যাচ্ছি হারিয়ে,
তোমার ঐ মায়াবী চোখে,
হৃদয় আমার কাঁপছে বেশ
তোমায় দেখে"।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১২/০২/২০২৫বেশ ভাবনাময়
-
আমি-তারেক ০৯/০২/২০২৫Sundor shironam
-
ফয়জুল মহী ০৮/০২/২০২৫অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ
-
কামরুজ্জামান সাদ ০৮/০২/২০২৫বাহ