www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুনিয়া একটা তাসের ঘর

দুনিয়া একটা তাসের ঘর,
মানুষ গুলা সব স্বার্থপর।
ও মোন দুনিয়া একটা তাসের ঘর
তাসের ঘররেএএ...

তাসের ঘরে তাসের খেলা,
তাস নিয়ে কাটে সারাবেলা।
ধ্বংস হবে বংশ লীলা,
ভবে তাসের ঘরে তো সব তাসের খেলা।
খেলারেএএ...

গাজী কয় মাঝিরে তুই করিসনারে হেলা,
ধ্বংস হয়ে যাবিরে তুই বন্ধ হবে খেলা।
তাস দিয়ে ঘেরা জীবন, খেলা চলে বারোমাস,
খেলতে খেলতে জীবনের হয়রে মোন সর্বনাশ।
ওরে ভবে সর্বনাশ, সর্বনাশরেএএ...

ও মোন দুনিয়া একটা তাসের ঘর,
তাসের উপর তাসের ভর।
ওরে গাজী কয় মাঝিরে তুই করিসনা ফেলা,
মোনরে দুনিয়া একটা তাসের ঘরের খেলা।।
খেলারেএএ.....

হরতন বলো আর রুইতন বলো ছুটে যাবে সব কল,
রাজা বলো আর রাণী বলো ভবে ধ্বংস হবে সব বল।
ধ্বংস হবে সব বল
ও মোন বলরেএএ...

মোনোরে....
রাজা হোকনা, রাণী হোক, হোকনারে সে গোলাম,
দিন ফুরাইলে সবাই গোলাম, ভবে হইবে নাতো কাম..
মোনোরে জীবন গড়ে জীবন ভর,
ভবে দুনিয়া একটা তাসের ঘর
তাসের ঘররেএএ....

//রচনাকালঃ-
৩১/১২/২০২০ইং
সময়ঃ- ২.৩৮(দুপুর),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আখলাক হুসাইন ১১/০১/২০২১
    সুরের তালে অনেক সুন্দর।
  • তাসের ঘর ভেঙে যাবে।
  • ফয়জুল মহী ০২/০১/২০২১
    চমৎকার লিখেছেন কবি, নববর্ষের শুভেচ্ছা
  • দুনিয়াটা আসলেই তাসের ঘর।
 
Quantcast