নিঃস্বঙ্গ প্রহরী
তুমি ঠিক জীবন্ত মরুভূমির মত ।
মনে হচ্ছে তোমার বুক চিড়ে বয়ে যাবে
উত্তাল ঢেউয়ের রাক্ষসী স্রোতধারা,
রক্তাক্ত কুয়াশার চাদরে আবৃত আমি
থরথর কম্পন তনু , সিক্ত চোখের তাঁরা ।
কলঙ্কিত স্বপ্নের আচড়ে
আহত আমি,
তবু তোমারি প্রতীক্ষায় হয়েছি
অভিশপ্ত রজনীর নিঃস্বঙ্গ প্রহরী ।।
মনে হচ্ছে তোমার বুক চিড়ে বয়ে যাবে
উত্তাল ঢেউয়ের রাক্ষসী স্রোতধারা,
রক্তাক্ত কুয়াশার চাদরে আবৃত আমি
থরথর কম্পন তনু , সিক্ত চোখের তাঁরা ।
কলঙ্কিত স্বপ্নের আচড়ে
আহত আমি,
তবু তোমারি প্রতীক্ষায় হয়েছি
অভিশপ্ত রজনীর নিঃস্বঙ্গ প্রহরী ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪valo hoyasa
-
কবি মোঃ ইকবাল ০৫/০৫/২০১৪কেন এই নিঃসঙ্গতা কবি?