অন্তরালের কথা
পৃথিবীর প্রত্যেকটা কুৎসিত জ়িনিসের অন্তরালে লুকিয়ে থাকে
কিছু অসাধারন সৌন্দর্য্য । চমৎকার এই বসুধাকে আমরা যে
নয়নে দর্শন করি তার মণি'র বর্ণও কালো ।
গোধূলি বেলায় নদীর বুকে এক ঝাক কালো কাকের
ছায়া কি চমৎকারই না দেখা যায় ।
ছোটবেলা থেকে আজ-অবধি যে শ্রেনীকক্ষে পড়ে আসছি
তার ব্ল্যাকবোর্ডের বর্ণও কিন্তু কালো কুচকুচে ।
ভুজঙ্গের দংশনে মৃত্যু হয়, আবার তার বিষ থেকেই তৈ্রি
হয় বিষকে পানি করার ঔষধ ।
বহুদিন ধরে আমি খুজে বেরাচ্ছি এমন সৌন্দর্য্যকে
যা প্রাণের পিপাসা মেটায় ।
কিছু পেয়েছি,কিছু পাইনি আবার
কিছু পেয়েও হারিয়েছি ।
কিছু অসাধারন সৌন্দর্য্য । চমৎকার এই বসুধাকে আমরা যে
নয়নে দর্শন করি তার মণি'র বর্ণও কালো ।
গোধূলি বেলায় নদীর বুকে এক ঝাক কালো কাকের
ছায়া কি চমৎকারই না দেখা যায় ।
ছোটবেলা থেকে আজ-অবধি যে শ্রেনীকক্ষে পড়ে আসছি
তার ব্ল্যাকবোর্ডের বর্ণও কিন্তু কালো কুচকুচে ।
ভুজঙ্গের দংশনে মৃত্যু হয়, আবার তার বিষ থেকেই তৈ্রি
হয় বিষকে পানি করার ঔষধ ।
বহুদিন ধরে আমি খুজে বেরাচ্ছি এমন সৌন্দর্য্যকে
যা প্রাণের পিপাসা মেটায় ।
কিছু পেয়েছি,কিছু পাইনি আবার
কিছু পেয়েও হারিয়েছি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪nice
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪হীরার জন্ম কয়লায়,মুক্তা পাওয়া যায় ঝিনুকে।
তাই বলবো বাহ্যিক নয়,অভ্যন্তরীণ নিয়ে ভাবা উচিত। -
পল্লব ০৫/০৫/২০১৪ভাল হলে খারাপও যে
ছাড়ে না তার পিছু,
ঠিক তেমনই খারাপেরও
ভাল থাকে কিছু।
তার সাথে আর থাকে যা
তা ভিন্ন চোখে দেখা,
একই খাতায় ভিন্ন দু'চোখ
ভিন্ন খুঁজে লেখা।