www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপ্রকাশ্য দাহ।

জ্বলে জ্বলে অন্তর জ্বলে,
পুড়ে খাক হয় জীবন কত,
চৈত্রের খর তাপে পুড়ে
ধূসরিত আজ সবুজ ঘাসের তনু।

মানব জীবনের নাখরা ,
দূর হবে কবে জানো কি কবি?
ঘাসের ম্রিয়মাণ সবুজ উঠবে হেসে ,
সিক্ত যদি হয় বর্ষারই জলে ।

গহন রাত্রির কান্না
শুনতে কি পায় নক্ষত্র খচিত আকাশ,
অমাবস্যার গ্লানির শ্লোক গাঁথা –
খুঁজেছে কি কোনদিন পূর্ণিমার চাঁদ?

ব্যাথার শ্মশান চিতায় পুড়ে ভস্ম হয়,
মানবের আগামী স্বপ্ন রেখা,
নাভিশ্বাস ওঠে তবে কেন আজ,
শ্বাশত প্রেম অন্বেষণে বৃথা।

পোষাকি প্রেম আবাসনে অন্ধ দুনিয়ার আলয় ,
কামুক শরীর খোঁজে প্রেম কাম উদ্দীপনায়,
কোন আঁস্তাকুড়ে বসতি আজ-
লাইলি-মজনু, রোমিও-জুলিয়েট প্রেম,
হৃদয় প্রেম কি তাই ধরাশায়ী -
স্বার্থান্বেষী এ বিশ্ব চরায়?
======
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast