পরবাসী প্রেম।
যাও যাও পরবাসী প্রেম আজ ফিরে যাও,
ফিরে যাও আপন নিলয়ে, আপনার নীড়ে,
ফিরে যাও তোমার আত্ম পরিচয় কুলে,
তোমার চেনা-জানা লোকালয়ে,
যেখানে হাতছানি দেয় হাজারো প্রেম তোমাকে।
অপেক্ষমান কোনো হাত বুঝি আজও অপেক্ষায় রহে,
তোমার কটিদেশ আঁকড়ে ধরে,
নিয়ে যেতে চায় তোমায় কাঙ্ক্ষিত আলয়ে,
ফিরে যাও ফিরে যাও পরবাসী প্রেম আজ ফিরে যাও।
চুম্বনের স্মৃতিটুকু ধুয়ে ফেলো ওষ্ঠপুট হতে,
বক্ষ পিঞ্জরে আটকে থাকা মিছে ভালোবাসার কুয়াশা,
নাসারন্ধ্র পথে বের হোক শ্বাস-প্রশ্বাসের তালে,
ভুলে যাও খনিক সুখের আবেশ-
ভোরের শিশিরের মত সূর্য উদয়ের সাথে,
মুছে ফেলো মিছে আঁখি পল্লবের জল গাউনের আস্তিনে,
ফের সাজিয়ে নিও তোমার দু নয়ন –
পচ্ছন্দনীয় কোনো এক আই শ্যাডোতে,
হালকা লিপস্টিক রঙ লাগিও তোমার পাতলা ঠোঁটে,
তোমার কন্ঠস্বরের আর অপেক্ষা করবো না-
আর কোনো দিবানিশি প্রহরে,
ফিরে যাও ফিরে যাও পরবাসী প্রেম আজ ফিরে যাও।
রয়ে যাবো আমি ধরাধামে কাল স্বাক্ষী রুপে,
ক্ষণিকের ভালো লাগা স্মৃতি নিয়ে,
তন্দ্রা ঘোরে পার হবো-
জীবনের না হাঁটা আগামী বাকি পথ,
উদ্ভ্রান্ত প্রলাপে যতই হোক মন দিশেহারা,
আমি সামলে নেবো নিজেকে ঠিকই,
উপেক্ষিত, অনাদরে বেঁচে থাকুক এ ক্ষয়িষ্ণু হৃদয়,
আমি বুঝে নেবো আমার হৃদয়ের সাথে যাবতীয় লেনাদেনা,
পিছু না ফিরে তুমি ফিরে যাও-
নতুন কোনো সূর্যোদয়ের দেশে,
নতুন উদিত সূর্যের আলো গায়ে মেখে,
শুরু হোক তোমার নতুন জীবনের সূচনা,
ফিরে যাও ফিরে যাও পরবাসী প্রেম আজ ফিরে যাও,
ফিরে যাও তোমার আপন আলয়ে, আপনার নীড়ে।।
======.
রূপনগর/ঢাকা/ ২৩.০২.২০২১।
ফিরে যাও আপন নিলয়ে, আপনার নীড়ে,
ফিরে যাও তোমার আত্ম পরিচয় কুলে,
তোমার চেনা-জানা লোকালয়ে,
যেখানে হাতছানি দেয় হাজারো প্রেম তোমাকে।
অপেক্ষমান কোনো হাত বুঝি আজও অপেক্ষায় রহে,
তোমার কটিদেশ আঁকড়ে ধরে,
নিয়ে যেতে চায় তোমায় কাঙ্ক্ষিত আলয়ে,
ফিরে যাও ফিরে যাও পরবাসী প্রেম আজ ফিরে যাও।
চুম্বনের স্মৃতিটুকু ধুয়ে ফেলো ওষ্ঠপুট হতে,
বক্ষ পিঞ্জরে আটকে থাকা মিছে ভালোবাসার কুয়াশা,
নাসারন্ধ্র পথে বের হোক শ্বাস-প্রশ্বাসের তালে,
ভুলে যাও খনিক সুখের আবেশ-
ভোরের শিশিরের মত সূর্য উদয়ের সাথে,
মুছে ফেলো মিছে আঁখি পল্লবের জল গাউনের আস্তিনে,
ফের সাজিয়ে নিও তোমার দু নয়ন –
পচ্ছন্দনীয় কোনো এক আই শ্যাডোতে,
হালকা লিপস্টিক রঙ লাগিও তোমার পাতলা ঠোঁটে,
তোমার কন্ঠস্বরের আর অপেক্ষা করবো না-
আর কোনো দিবানিশি প্রহরে,
ফিরে যাও ফিরে যাও পরবাসী প্রেম আজ ফিরে যাও।
রয়ে যাবো আমি ধরাধামে কাল স্বাক্ষী রুপে,
ক্ষণিকের ভালো লাগা স্মৃতি নিয়ে,
তন্দ্রা ঘোরে পার হবো-
জীবনের না হাঁটা আগামী বাকি পথ,
উদ্ভ্রান্ত প্রলাপে যতই হোক মন দিশেহারা,
আমি সামলে নেবো নিজেকে ঠিকই,
উপেক্ষিত, অনাদরে বেঁচে থাকুক এ ক্ষয়িষ্ণু হৃদয়,
আমি বুঝে নেবো আমার হৃদয়ের সাথে যাবতীয় লেনাদেনা,
পিছু না ফিরে তুমি ফিরে যাও-
নতুন কোনো সূর্যোদয়ের দেশে,
নতুন উদিত সূর্যের আলো গায়ে মেখে,
শুরু হোক তোমার নতুন জীবনের সূচনা,
ফিরে যাও ফিরে যাও পরবাসী প্রেম আজ ফিরে যাও,
ফিরে যাও তোমার আপন আলয়ে, আপনার নীড়ে।।
======.
রূপনগর/ঢাকা/ ২৩.০২.২০২১।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/০৩/২০২১অনবদ্য
-
আলমগীর সরকার লিটন ০১/০৩/২০২১কাব্যপাঠে সুন্দর লাগল
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৩/২০২১সুন্দর সুধার ধারা।
-
ফয়জুল মহী ২৮/০২/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০২/২০২১সুন্দর প্রেম লিলা!