।।। বিশ্বাসী ছায়াতল।।।
কি এক তমসা তন্দ্রায় সম্মোহিত দেহ মন,
নিশি পাওয়া মানুষের বেশে খোঁজে,
একটু বিশ্বাসী ছায়া অনুকূল,
শরীরে ক্লান্তির গানে ঝাঁপ দেয় অবসাদ,
তবুও বিরামহীন খুঁজে ফেরা-
এক টুকরো বিশ্বাসী ভালোবাসার,
সু শীতল ছায়ার আঁচল তল।
চারদিকে কাঠফাটা রৌদ্রের ঝলক,
অসহায় গাঙচিল ওড়ে একাকী-
বুকে নিয়ে অসহ্য তৃষ্ণা তুমুল,
দু চোখ বুজে আসে অবসন্ন ক্রোধে,
নিরাপদ নীড় খুঁজে চলে অবিরাম-
আজ ভীষন তৃষ্ণা কাতরে ।
বুকে বাজে অশনির ধ্বনি,
নিরুপায় ধ্বংসের মাঝে শুধুই দহন,
বিশ্বাসী ছায়া বলে কিছু নেই আজ,
ঝাপটা বাতাসে সরে যায় বিশ্বাসের চাদর,
তবে কি সবই ভ্রান্ত আর কুহেলিকার চমক
কথা হীন দু জনার ক্লান্ত চোখ,
মুখোমুখি বসে থাকা সময়হীন দৃষ্টিপাত,
দুজনের স্তব্ধতা জুড়ে- আজ বিষাদের মেঘ মালা,
অনবরত খুঁজে চলে-
এক টুকরো বিশ্বাসী ছায়া,
অব্যক্ত কথাগুলো আর হবেনা বলা,
মন জেনে গেছে-
মিছে কষ্টকে ভালোবেসে,
আবারও হারাবে এ বিশ্বাসী ছায়াতল ।
======================-
#রূপনগর_ঢাকা_ ২২.০৯.২০২০।
নিশি পাওয়া মানুষের বেশে খোঁজে,
একটু বিশ্বাসী ছায়া অনুকূল,
শরীরে ক্লান্তির গানে ঝাঁপ দেয় অবসাদ,
তবুও বিরামহীন খুঁজে ফেরা-
এক টুকরো বিশ্বাসী ভালোবাসার,
সু শীতল ছায়ার আঁচল তল।
চারদিকে কাঠফাটা রৌদ্রের ঝলক,
অসহায় গাঙচিল ওড়ে একাকী-
বুকে নিয়ে অসহ্য তৃষ্ণা তুমুল,
দু চোখ বুজে আসে অবসন্ন ক্রোধে,
নিরাপদ নীড় খুঁজে চলে অবিরাম-
আজ ভীষন তৃষ্ণা কাতরে ।
বুকে বাজে অশনির ধ্বনি,
নিরুপায় ধ্বংসের মাঝে শুধুই দহন,
বিশ্বাসী ছায়া বলে কিছু নেই আজ,
ঝাপটা বাতাসে সরে যায় বিশ্বাসের চাদর,
তবে কি সবই ভ্রান্ত আর কুহেলিকার চমক
কথা হীন দু জনার ক্লান্ত চোখ,
মুখোমুখি বসে থাকা সময়হীন দৃষ্টিপাত,
দুজনের স্তব্ধতা জুড়ে- আজ বিষাদের মেঘ মালা,
অনবরত খুঁজে চলে-
এক টুকরো বিশ্বাসী ছায়া,
অব্যক্ত কথাগুলো আর হবেনা বলা,
মন জেনে গেছে-
মিছে কষ্টকে ভালোবেসে,
আবারও হারাবে এ বিশ্বাসী ছায়াতল ।
======================-
#রূপনগর_ঢাকা_ ২২.০৯.২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৯/২০২০ভালো লাগলো।
-
পি পি আলী আকবর ২৪/০৯/২০২০ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৯/২০২০Good.
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২০Valo laglo kobita
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৯/২০২০ভালো।