www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। প্রভুর সমীপে ।।।

কতটাই নশ্বর করে-
সৃষ্টি করেছো হে প্রভু,
দূর্বল কাঠামোর এ মানব দেহ অবয়ব,
কতটাই অ নিরাপদে রহে-
এ অন্তর আত্মা দেহ আবরণে,
অপ্রতুল বাতাসের তরে-
প্রাণ পাখি উড়ে যায় চলে,
রেখে এ সুন্দর কায়ার পিঞ্জর - এ ধরিত্রীর পর।

একই মাটি দিয়ে সৃষ্টি করলে-
এত প্রাণে রে, এত ভালোবেসে,
এত সন্মান দিলে -
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ সৃষ্টি রূপে,
তবে কেন এত সুরোচ্ছেদ ঘটে,
একই মাটির হয়ে- এত ভেদাভেদ।

ধর্মের নামে বিভাজিত আজ -
মানুষে মানুষে,
ক্ষমতা আর দাম্ভিকতা নিয়ে-
কেন চড়াও হয় এক দেশ
দূর্বল জাতি সত্তার ওপরে,
কেন জীবে দয়া আসে না-
কেন এত পাথর সম অন্তর আজ,
মানব হৃদয় গহীনে।

কেন এত হিংসা জন্মে মনে-
কালো আর সাদা বর্ণ পরিচয়ে,
জাত অ-জাতের হুংকার তুলে-
কেন বিচ্ছেদ ব্যাথা সহে দুটি ভালোবাসার প্রাণে।

মানবতার ধোয়া তুলে, এ কোন নাটক চলে-
তোমারই ক্ষমতাসীন এ রাজ্য ভূমে,
তুমি কি আজও থাকবে,
নিশ্চুপ হয়ে ঠুঁটো জগন্নাথের আসনে।

কেউ ধাবিত হচ্ছে-শানশওকত
আর শক্তিমত্তার প্রচ্ছদে,
কেউ বা খুবলে খায় মানব আত্নার পরে,
কেউ বা আবার থাকে-
তোমারই আরাধনাতে ক্লান্তিহীন নত শিরে,
কাটে তার দিন রাত্রি প্রহর।

এ প্রভু –
তোমার দাসেরা দূর্বল ভেবে নিশ্চুপ থাকে,
শক্তিমান যে আজ শয়তানের উপাসকেরা,
তুমি কি দেখাবে না কোনো পথ,
তবে কি তোমার দাসেরা,
পারবে না নিতে আর-
নির্মল বাতাসে, আর কটা দিন শ্বাস।
========================-
#ঢাকা_ ১৯/০৯/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast