।।। ক্ষণিকের তরে।।।
কতটুকু সময় আছে হাতে বাকি,
রাত পোহাতে আর কত দেরি,
আর কত নিরন্তর চেষ্টায় হবো প্রাণান্তর,
নিজের সাথে আর কত নিজেরই টানা টানি।
কত আর কষ্টেরা বুকে যন্ত্রণা বাড়াবে,
চোখ আর কত কাল বিনিদ্রতায় থাকবে জেগে,
অশ্রু ধারা আর কত নদীর জন্ম দেবে,
এ সুনসান নিরব হৃদয় তটে।
কত কাল যুঝবে নিজের সাথে নিজে,
কত কাল খুঁজবে নিজের হারানো কে,
কত আর জমবে চক্ষু কার্নিশে অযত্ন অবহেলা,
আর কত প্রতীক্ষার রজনী এ ধরণীর ধরাতলে ।
কত প্রাণ, প্রাণ ছুঁয়ে যায় সহজেই,
কত প্রাণ আগামী বসন্তের অপেক্ষাতে,
কত প্রাণে সবুজাভ শেওলা জমে,
কত প্রাণ নিঃশব্দে ঝরে যায় অকালে।
তুমি কি বোঝো আমার চোখের ভাষা,
দেখো কি তুমি এক দৃষ্টির ব্যাকুলতা,
তুমি ঘুরে যাও হৃদয় আঙিনা হতে,
শব্দহীন নিভৃত চরণ রেখে ,
অঙ্গের সুষমা সৌরভে তোমার,
জানিয়ে যাও তুমি এসেছিলে-
ক্ষণিকেরই তরে শুধু ক্ষণিকেরই তরে।
=========================-
#রূপনগর_ঢাকা_১০/০৯/২০২০।
রাত পোহাতে আর কত দেরি,
আর কত নিরন্তর চেষ্টায় হবো প্রাণান্তর,
নিজের সাথে আর কত নিজেরই টানা টানি।
কত আর কষ্টেরা বুকে যন্ত্রণা বাড়াবে,
চোখ আর কত কাল বিনিদ্রতায় থাকবে জেগে,
অশ্রু ধারা আর কত নদীর জন্ম দেবে,
এ সুনসান নিরব হৃদয় তটে।
কত কাল যুঝবে নিজের সাথে নিজে,
কত কাল খুঁজবে নিজের হারানো কে,
কত আর জমবে চক্ষু কার্নিশে অযত্ন অবহেলা,
আর কত প্রতীক্ষার রজনী এ ধরণীর ধরাতলে ।
কত প্রাণ, প্রাণ ছুঁয়ে যায় সহজেই,
কত প্রাণ আগামী বসন্তের অপেক্ষাতে,
কত প্রাণে সবুজাভ শেওলা জমে,
কত প্রাণ নিঃশব্দে ঝরে যায় অকালে।
তুমি কি বোঝো আমার চোখের ভাষা,
দেখো কি তুমি এক দৃষ্টির ব্যাকুলতা,
তুমি ঘুরে যাও হৃদয় আঙিনা হতে,
শব্দহীন নিভৃত চরণ রেখে ,
অঙ্গের সুষমা সৌরভে তোমার,
জানিয়ে যাও তুমি এসেছিলে-
ক্ষণিকেরই তরে শুধু ক্ষণিকেরই তরে।
=========================-
#রূপনগর_ঢাকা_১০/০৯/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপজয় গাঙ্গুলী ১৪/০৯/২০২০বাহঃ! বেশ।
-
Md. Rayhan Kazi ১৪/০৯/২০২০অসাধারণলেখনী
-
Md. Jahangir Hossain ১১/০৯/২০২০সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৯/২০২০ভালো।
-
ফয়জুল মহী ১১/০৯/২০২০নিখুঁত ভাবনা