www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। অনুভূতির দৃষ্টি ।।।

ভগ্ন হৃদয়,
ব্যাথাতুর মন,
উদ্ভ্রান্ত আগামী,
অলীক স্বপন।
দৃষ্টি ঘোলাটে –
কল্পনার মৌনতাতে,
বেঁচে থাকে আজ যারা
শব দেহ নামে।
জরা জীর্ণতায় -
বাকহীন বধিরতায়,
পার হয় রাত যাদের,
অনিদ্রার আলাপনে।
কষ্ট জমিয়ে রেখে
দগ্ধ মনোরথে,
চলাফেরা করে যারা
জীবন্মৃত ঢঙে ।
হাজারো অসহায়ত্ব,
করে শুধু দাসত্ব,
নির্বিকার থাকে যারা,
ঘরে খিল এঁটে ।
জাত পাতের -
ধোঁয়া তুলে,
সমাজ সংস্কার নামে,
বিভাজন করে তারা মানুষে মানুষে ।
নিজ অন্যায় ঢাকে তারা,
ফাঁকা বুলির শব্দ মালায়,
অসত্যরা সন্মান পায়,
সত্য যায় যে রসাতলে।
.=============
# নিরব নির্বাসন
#রুপনগর_ঢাকা_২২.০৭.২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast