।।। ইচ্ছের স্বপ্ন।।।
ইচ্ছে গুলো মনের কোণে
সারাক্ষণ ই বেড়ায় ঘুরে ,
হঠাৎ করেই মন খারাপের
আগমনী বার্তা আনে।
অজানা কোন দীর্ঘশ্বাসে,
বন্ধ বাতাস ফুসফুস হতে
গ্যাস বেলুনের মতো করে,
অস্থিরতায় বাইরে আসে।
তবু আমি স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখতে ভালবাসি,
স্বপ্ন দেখার মাঝে আমি
ইচ্ছে গুলো বাঁচিয়ে রাখি।
ইচ্ছে গুলি মাঝে সাঝে,
রঙিন ডানায় ভর করে সব,
উড়ে যে যায় নীল আকাশে,
আমি তখন স্বপ্ন ঘোরে,
ভাসতে থাকি ইচ্ছে নদে,
রাজ হংসের গ্রীবা তুলে।
ইচ্ছে যখন স্বপ্ন হারায়,
দিশেহারায় মন যে দোলায়,
স্বপ্ন গুলো গহীন বুকে,
বিষাদেরই কাব্য লেখে।
পুরাতন সব ইচ্ছে গুলো
সাদা কালোর রঙ তুলিতে,
মন ক্যানভাসে জেগে থাকে,
রঙিন দিনের রঙিন স্বপন,
একটু খানি ঝিলিক দিয়েই
অবলীলায় যায় মিলিয়ে।
তাইতো বলি শোন রে মন,
করো না নিষেধ করো না বারণ,
দিও না বেড়ি ইচ্ছের পায়ে,
টেনো না লাগাম স্বপ্ন চোখের।
ক’দিনের এ দুনিয়াতে,
ক’দিনই বা থাকবে বলো,
মনের ইচ্ছে সৎ থাকলে ,
পূরণ হবে মিলিয়ে নিও।
-=================
#রূপনগর_ঢাকা_২৮/০৬/২০২০।
সারাক্ষণ ই বেড়ায় ঘুরে ,
হঠাৎ করেই মন খারাপের
আগমনী বার্তা আনে।
অজানা কোন দীর্ঘশ্বাসে,
বন্ধ বাতাস ফুসফুস হতে
গ্যাস বেলুনের মতো করে,
অস্থিরতায় বাইরে আসে।
তবু আমি স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখতে ভালবাসি,
স্বপ্ন দেখার মাঝে আমি
ইচ্ছে গুলো বাঁচিয়ে রাখি।
ইচ্ছে গুলি মাঝে সাঝে,
রঙিন ডানায় ভর করে সব,
উড়ে যে যায় নীল আকাশে,
আমি তখন স্বপ্ন ঘোরে,
ভাসতে থাকি ইচ্ছে নদে,
রাজ হংসের গ্রীবা তুলে।
ইচ্ছে যখন স্বপ্ন হারায়,
দিশেহারায় মন যে দোলায়,
স্বপ্ন গুলো গহীন বুকে,
বিষাদেরই কাব্য লেখে।
পুরাতন সব ইচ্ছে গুলো
সাদা কালোর রঙ তুলিতে,
মন ক্যানভাসে জেগে থাকে,
রঙিন দিনের রঙিন স্বপন,
একটু খানি ঝিলিক দিয়েই
অবলীলায় যায় মিলিয়ে।
তাইতো বলি শোন রে মন,
করো না নিষেধ করো না বারণ,
দিও না বেড়ি ইচ্ছের পায়ে,
টেনো না লাগাম স্বপ্ন চোখের।
ক’দিনের এ দুনিয়াতে,
ক’দিনই বা থাকবে বলো,
মনের ইচ্ছে সৎ থাকলে ,
পূরণ হবে মিলিয়ে নিও।
-=================
#রূপনগর_ঢাকা_২৮/০৬/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ২৯/০৬/২০২০অসাধারণ হয়েছে!
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৬/২০২০বেশ!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৬/২০২০সুন্দর।
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২০অনন্য বৈশিষ্ট মন্ডিত
-
ফয়জুল মহী ২৮/০৬/২০২০অনন্য,অপূর্ব শব্দ বুনন ।