।।। হে নিঃসঙ্গ চাঁদ।।।
হে! নিঃসঙ্গ চাঁদ তুমি -
জেগে রহো নীলিমার বুকে,
একাকী নির্জনে এত রাতে-
তোমারও প্রিয়া বুঝি জাগে-
দূর কোন দেশে আজও নিভৃত নিরালা তে ।
তুমি জেগে থাকো, আকাশ নীড়ে,
একাকী বিষন্ন মনে,
ভাঙ্গা হৃদে সুর তোলে-
বিরহ যাতনা মিলে তানপুরার তানে ।
স্মৃতিতে অম্লান হাজারো কথার জঞ্জাল,
বুক ভেসে যায় বারে বারে,
ফ্যাকাশে জোছনাতে –
আজও খুঁজে ফেরো বুঝি
প্রিয়ার মুছে যাওয়া হাস্যজ্জ্বল ছবি।
আকাশের প্রশস্ত বুকে –
মধু মিলনের ভীড় বাড়ে-
দলে দলে আগুয়ান সব -
গ্রহ নক্ষত্র আর ছায়া নীহারিকা,
তুমি দূর থেকে- বিরস বদনে,
অকাতরে বিলিয়ে যাও -
এ সবুজ শ্যামল ধরাধামে,
তোমার রুপালী আলোক বর্তিকা।
তোমারই আলো গায়ে মেখে,
যুগল বন্দী প্রেমিক কুলের
অস্তুতিতে কাটে সারা রাত্রি বেলা।
তোমায় উপমা করে-
কবি লিখে যায় কত ছন্দ লয়ে,
পৃষ্ঠা পৃষ্ঠা প্রেমের কবিতা।
গীতিকার কলম হাতে-
অনিদ্রায় রাত্রি জেগে,
মানস পটে আঁকে তোমারই ছবি,
সুরে লয়ে গেয়ে ওঠে,
অজানা গাইনের কন্ঠে তোমাকেই -
প্রেম নিবেদনের শত স্তুতি।
ধরণীর বুক ভাসে জোছনা আলোকে,
মোহ ম্লান সব নাগরিক বাতি,
মানুষ ছুটে চলে দল বেঁধে নদী মাঠে,
ভিজবে মিলে মিশে তারা -
আজ জোছনারই স্নানে।
তুমি নিরুত্তর থাকো,
দ্বিধাহীন সংকোচে কষ্ট লুকিয়ে রেখে,
অকাতরে বিলিয়ে যাও নিজেরই রুপের ছটা।
তোমারই যৌবনের ঘোরে,
মহগ্রস্ত ব্যাকুল এ জগত সংসারে,
কেউ রাখেনা কোন খবর তোমার।
অব্যক্ত যন্ত্রনা সয়ে ,
নিজ দুঃখ ভুলে গিয়ে,
সদাই হাস্যজ্জ্বল মুখে করো বিচরণ ।
হে! নিঃসঙ্গ চাঁদ তুমি-
জেগে থেকো নীলিমায়
একাকী নির্জনে-
শেষ নিঃশ্বাস নিস্তরণের অপেক্ষায়।।
-============
#রূপনগর_ঢাকা_১৯/০৬/২০২০।
জেগে রহো নীলিমার বুকে,
একাকী নির্জনে এত রাতে-
তোমারও প্রিয়া বুঝি জাগে-
দূর কোন দেশে আজও নিভৃত নিরালা তে ।
তুমি জেগে থাকো, আকাশ নীড়ে,
একাকী বিষন্ন মনে,
ভাঙ্গা হৃদে সুর তোলে-
বিরহ যাতনা মিলে তানপুরার তানে ।
স্মৃতিতে অম্লান হাজারো কথার জঞ্জাল,
বুক ভেসে যায় বারে বারে,
ফ্যাকাশে জোছনাতে –
আজও খুঁজে ফেরো বুঝি
প্রিয়ার মুছে যাওয়া হাস্যজ্জ্বল ছবি।
আকাশের প্রশস্ত বুকে –
মধু মিলনের ভীড় বাড়ে-
দলে দলে আগুয়ান সব -
গ্রহ নক্ষত্র আর ছায়া নীহারিকা,
তুমি দূর থেকে- বিরস বদনে,
অকাতরে বিলিয়ে যাও -
এ সবুজ শ্যামল ধরাধামে,
তোমার রুপালী আলোক বর্তিকা।
তোমারই আলো গায়ে মেখে,
যুগল বন্দী প্রেমিক কুলের
অস্তুতিতে কাটে সারা রাত্রি বেলা।
তোমায় উপমা করে-
কবি লিখে যায় কত ছন্দ লয়ে,
পৃষ্ঠা পৃষ্ঠা প্রেমের কবিতা।
গীতিকার কলম হাতে-
অনিদ্রায় রাত্রি জেগে,
মানস পটে আঁকে তোমারই ছবি,
সুরে লয়ে গেয়ে ওঠে,
অজানা গাইনের কন্ঠে তোমাকেই -
প্রেম নিবেদনের শত স্তুতি।
ধরণীর বুক ভাসে জোছনা আলোকে,
মোহ ম্লান সব নাগরিক বাতি,
মানুষ ছুটে চলে দল বেঁধে নদী মাঠে,
ভিজবে মিলে মিশে তারা -
আজ জোছনারই স্নানে।
তুমি নিরুত্তর থাকো,
দ্বিধাহীন সংকোচে কষ্ট লুকিয়ে রেখে,
অকাতরে বিলিয়ে যাও নিজেরই রুপের ছটা।
তোমারই যৌবনের ঘোরে,
মহগ্রস্ত ব্যাকুল এ জগত সংসারে,
কেউ রাখেনা কোন খবর তোমার।
অব্যক্ত যন্ত্রনা সয়ে ,
নিজ দুঃখ ভুলে গিয়ে,
সদাই হাস্যজ্জ্বল মুখে করো বিচরণ ।
হে! নিঃসঙ্গ চাঁদ তুমি-
জেগে থেকো নীলিমায়
একাকী নির্জনে-
শেষ নিঃশ্বাস নিস্তরণের অপেক্ষায়।।
-============
#রূপনগর_ঢাকা_১৯/০৬/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২০বাহ্ চমৎকার
-
কে এম শাহ্ রিয়ার ২১/০৬/২০২০অদ্ভুত সুন্দর!
-
Md. Rayhan Kazi ২০/০৬/২০২০মুগ্ধতা ভরপুর
-
গোলাম কিবরিয়া সৌখিন ২০/০৬/২০২০অসাধারন সব কথা মালা দিয়ে লিখা কবিতা । বেশ লাগলো কবি
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০অতুলনীয় লেখা। ভালোই হয়েছে।