।।। নিজের বেলা ।।।
মান অভিমানের দোলনা নিয়ে,
এই যে মোদের টানা টানি,
প্রাণ পাখি যদি না থাকে ঘরে,
তখন তোমরা করবে কি?
ভুলে ভরা মানব জীবন,
আদি হতেই সূচনা যার,
তোমরা যদি না শোধরাও,
হবে কি কোন সুরাহা তার?
নিজের বেলা অন্ধ তুমি,
অন্যের বেলায় সজাগ রও,
নিজের দোষ লুকিয়ে রেখে,
অন্যের দোষে উত্তাপ বাড়াও।
নিজের জন্য ষোল আনাই ,
অন্যের বেলায় করি হিসাব,
নিজের বুঝ বুঝে নিয়ে,
নিরবে করি প্রস্থান।
নিজের নিজের করে তোমরা,
জিকির করো দুনিয়ার পর,
চোখ মুদিলে দুনিয়া আঁধার,
সাঙ্গ হবে জীবন সাধ।।।
-=====================
#রূপনগর_ঢাকা_ ১১/০৬/২০২০।
এই যে মোদের টানা টানি,
প্রাণ পাখি যদি না থাকে ঘরে,
তখন তোমরা করবে কি?
ভুলে ভরা মানব জীবন,
আদি হতেই সূচনা যার,
তোমরা যদি না শোধরাও,
হবে কি কোন সুরাহা তার?
নিজের বেলা অন্ধ তুমি,
অন্যের বেলায় সজাগ রও,
নিজের দোষ লুকিয়ে রেখে,
অন্যের দোষে উত্তাপ বাড়াও।
নিজের জন্য ষোল আনাই ,
অন্যের বেলায় করি হিসাব,
নিজের বুঝ বুঝে নিয়ে,
নিরবে করি প্রস্থান।
নিজের নিজের করে তোমরা,
জিকির করো দুনিয়ার পর,
চোখ মুদিলে দুনিয়া আঁধার,
সাঙ্গ হবে জীবন সাধ।।।
-=====================
#রূপনগর_ঢাকা_ ১১/০৬/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৪/০৬/২০২০অসংখ্য ধন্যবাদ আর ভালবাসা সকল কবি বন্ধুদেরকে।😍
-
কে এম শাহ্ রিয়ার ১২/০৬/২০২০চমৎকার হয়েছে!
-
গোলাম কিবরিয়া সৌখিন ১২/০৬/২০২০ভালো লাগা রেখে গেলাম কবি।
-
কুমারেশ সরদার ১২/০৬/২০২০সুন্দর
-
বেগম সেলিনা খাতুন ১২/০৬/২০২০অনেক সুন্দর, এটা কেউ বুঝতে চাই না।
-
ফয়জুল মহী ১১/০৬/২০২০অসাধারণ প্রকাশ