www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। অবশিষ্ট ভালবাসা।।।

ফের একটি ঘরের স্বপ্ন মাখা চোখে,
ফের ভালবেসে হাতে হাত রেখে,
দৃঢ় বন্ধনে পাশাপাশি যাবো হেঁটে,
চলে যেতে চাই আবারও - নিরালায়, র্নিজন গন্তব্যে,
তোমার সাথে, হে প্রিয়তমা আমার।

চলো আদিম মানব- মানবী বেশে
হোক না শুরু কোন জীর্ণশীর্ন কুটিরে,
হোক না কোন অজ পাড়া গাঁ
কিংবা দুর্গম না-জানা প্রান্তরে,
হোক আবারও আমাদের ভালবাসার ভিতের অটুট গাঁথুনি।

দেহের উষ্ণ আরাধনায়,
দিন শুরুর সূর্যের রক্তিমা আলো গায়ে মেখে,
মুখোমুখি চোখাচোখি,স্পর্শের গভীর আবেশে,
চলো আঁকি ফের মোদের – ভালবাসার শুভ্রতার ছবি।

ভুলে যেতে চাই সব-
দুঃসময়ের অতীত হিংস্র চাহনি,
মনের দৈন্যতা, দ্বিধাগ্রস্থতা, মিথ্যাচার, ঝেড়ে ফেলে সব,
ফিরে আসতে চাই ফের তোমার কাছে তোমার একান্তে তোমারি হয়ে,
তোমার চুলের গন্ধে নেমে আসা
দেবদারু রাতের আঁধারে।

বিষাদের স্মৃতির অতল তলদেশ থেকে,
ফের উত্থিত হোক নব জীবনের,
নতুন আস্বাদে নতুন সাজে চলো ফিরে যাই,
ফিরে যাই আমাদের নতুন আবাসে,
যেখানে থাকবে না কোনো
অতীত ভুলের নামে বেড়ে ওঠা কোন প্রেম,
চলো, দুজন দুজনের হৃদয় গহীনে,
আত্মহারা হই ফের ,
জল কেলি করি ডাহুক-ডাহুকির মত ফের কোন শান্ত সরোবরে,
চলো ফিরে যাই ফের আমাদের আবাসে,
আমাদের অবশিষ্ট ভালোবাসা টুকু নিয়ে।
-==============
#রূপনগর_ঢাকা_০৫/০৬/২০২০।
#https://nirobnirbashon.blogspot.com
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast