www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। কথা কি শেষ।।।

কথা কি শেষ হয়ে যায়-
নাকি এখনও বুকের ভেতর রয়ে যায়,
অসমাপ্ত কথামালা,
কিছু কথা রয়ে যায় মনে -
বুকের গহীন কোণে নির্জনে হয়ে যায় জীবন্ত কবর।

জেগে থাকে বুকে দ্বিধাগ্রস্ত বিনিদ্র রাত,
অসীম উৎসাহে জেগে জেগে নিজেকে দ্যাখে,
বোধ নেই, ক্লান্তি নেই,
অনাহারি মন নিয়ে –
নক্ষত্রের মত আমি জেগে থাকি প্রহরায়।

হয়তো ফিরে যেতে হবে, সব কথা হয়ে গেলে শেষ ,
আমি শুধু দরজায় করাঘাত রেখে যাবো ফিরে,
সব কথা শেষ হলে,
শব্দের প্লাবনে হৃদয় দুকুল ছাপিয়ে,
আমি একাকী ভেসে রবো নির্জন ঢেউয়ে।

যদি দ্বিধায় থমকে যাই, যদি নতজানু হই,
যদি তোমার শরীরের মাদকতায় মহগ্রস্ত হয় ফের এ মন,
যদি ভালবাসার মমতায় ফের
আলিঙ্গন বদ্ধ হতে চায় পিপাসার্ত দু চোখ,
যদি তোমার স্পর্শতার মাঝে থাকে অস্পষ্ট ছোঁয়া,
দ্বিমুখী সত্যের কাছে খন্ডিত যখন গন্তব্য,
পথ যখন সমান্তরালে ছোটে অন্ধবেগে ধেয়ে।

আর কত মৃত্যুতে মথিত হবো নিজে,
আর কত মর্মস্থলে নিজেকে পোড়াবো,
আর কত নিরুক্ত নিশ্বাস বুকে আটকে বাড়াবো দীর্ঘশ্বাস।

যদি তোমাকে দেখার পর সম্মোহিত
হয় এ অবুঝ মন,
করাঘাত করো এ বুকে সজোরে,
আমি ঠিকই ফিরে যাবো,
খুঁজে নেবো কোন এক পথ না ফেরার দেশে-
এ কোন কথা ফের চিৎকার করে
এ বুকের ভেতরে,
তবে কি সব কথা শেষ হলো,
আজ দুজনের –।
=======================-
# রূপনগর_ঢাকা_ ৩১/০৫/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast